বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

হাওরে নৌকা ডুবি: তিনদিন পর ভেসে উঠল ১ জনের মরদেহ

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ দু’জনের মধ্যে তিনদিন পর ভেসে উঠেছে শাহ আলমের (৫০) লাশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে মাটিয়ান হাওরের (বড় বিল হাওরে) লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশসহ নিখোঁজদের আত্মীয়-স্বজনরা উদ্ধার করে।


বিজ্ঞাপন


তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাইন তাহিরপুর গ্রামের মৃত মছরফ আলীর ছেলে।

এখনও নিখোঁজ রয়েছে একেই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪৮)।

তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানান চিলাইন তাহিরপুর গ্রামের বাসিন্দা ও জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষা হাদিউজ্জামান।


 

রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার মাটিয়ান হাওরে নৌকা ডুবে শাহ আলম ও আবুল ফয়েজ দু’জন নিখোঁজ হয়।

 


আরও পড়ুনঃ বগুড়ায় পরিত্যক্ত ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

নিখোঁজ শাহ আলমের চাচাত ভাই চিলাইন তাহিরপুর গ্রামের আব্দুল হালিম জানান, ঘটনার পর থেকে পুলিশসহ সবাই মিলে তাদের খোঁজ করে। আজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, পুলিশসহ স্থানীয়দের সহযোগিতা নিয়ে উদ্ধার তৎপরতা চলছে। আজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিখোঁজদের স্বজনরা জানান, শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়াকে (১৫) ঢাকা পাঠানোর জন্য তাহিরপুর দুপুরে আসে শাহ আলম ও আবুল ফয়েজ। পরে ছেলেকে সুনামগঞ্জের গাড়িতে (সিএনজি) তুলে দিয়ে তারা দু’জন বিকেলে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওর পাড়ের চিলাইন তাহিরপুর গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে নিজেদের ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে রওনা হয়।

পথিমধ্যে মাটিয়ান হাওর পাড়ি দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড ঝড়ের কবলে পরে নৌকা ডুবে তারা দু’জন নিখোঁজ রয়েছে। তাদের পাশাপাশি আরও দু’টি নৌকা ছিল। তারা এই ঝড়ের সময় নিজেদের নিরাপদ আশ্রয়ে যায়। পরে তাদের কাছ থেকে জেনে ঝড়ের পর কয়েকটি নৌকা নিয়ে হাওরে তল্লাশি করলেও নৌকা ও তাদের দু’জনকে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন