বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে আফাস উদ্দিন লিটন নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত আফাস উদ্দিন লিটন ওই গ্রামের মৃত জরুল ইসলাম খোকার ছেলে।
নিহতের স্ত্রী চায়না খাতুন ও শাশুড়ি মেহেরুন্নেসা জানান, সকাল দশটার দিকে তার জ্যাঠাতো ভাই শামীম হোসেন তাদেরকে ফোন দিয়ে জানায় আফাস উদ্দিন লিটনকে কারা যেন গলা কেটে হত্যা করে ঘরের ভিতর রেখে গেছে।
আরও পড়ুনঃ যুবকের লাশ উদ্ধার, পরিচয় জানতে চায় পুলিশ
স্ত্রী চায়না খাতুন আরও জানান, আমার ধারণা নেশা করা বা খাওয়ার সময় তাদের সহযোগীদের সঙ্গে দ্বন্দ্ব হওয়াতে এ ঘটনা ঘটতে পারে।
বিজ্ঞাপন
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
প্রতিনিধি/এসএস