বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে সেফটিক ট্যাংকে নেমে বাবা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি: বরিশাল
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

বরিশালে সেফটিক ট্যাংকে নেমে বাবা-ছেলের মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া বালতি আনতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার এসআই ওসমান গনি।


বিজ্ঞাপন


মৃত দু’জন হলেন- উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়ির আবুল কালাম হাওলাদার (৭০) ও তার ছেলে কামরুল ইসলাম হায়দার (৪৩)।

আরও পড়ুনঃ ভ্যান উল্টে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

এসআই ওসমান গনি জানান, তারা কয়েকদিন আগে নিজ বাড়িতে নতুন সেফটিক ট্যাংক নির্মাণ করেন। সেন্টারিং খুলতে সেফটি ট্যাংকের মধ্যে জমে থাকা পানি বালতি দিয়ে পরিষ্কার করছিলেন ছেলে হায়দার। একপর্যায়ে বালতি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে হায়দার অজ্ঞান হয়ে পড়েন।

এ দৃশ্য দেখে ছেলেকে উদ্ধারের জন্য বৃদ্ধ বাবা সেফটিক ট্যাংকে নেমে পড়েন। সেখানে নেমে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজন ও  স্থানীয়রা অচেতন অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এসআই ওসমান গনি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর