মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভ্যান উল্টে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি: রাজবাড়ী
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

ভ্যান উল্টে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় ভ্যান উল্টে পুকুরের পানিতে ডুবে কুদরত শেখ (৪৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত কুদরত উজানচর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকার মৃত মিজাই শেখের ছেলে।

আরও পড়ুনঃ গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুদরত শেখ নিজেই ভ্যান চালিয়ে বিভিন্ন হাটবাজারে মসলা বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজও তিনি কুটি পাঁচুরিয়া হাটে মসলা নিয়ে যাওয়ার সময় ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় ভ্যান উল্টে পুকুরের পানিতে ডুবে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর