বরগুনা জেলার তালতলীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন পরীক্ষা কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) ইরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র থেকে সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত তাদের বহিষ্কারের আদেশ দেন।
বিজ্ঞাপন
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন- তালতলী কলেজের শিক্ষার্থী আরিফ ও বশির।
আরও পড়ুনঃ যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত
তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রবীন্দ্রনাথ হাওলাদার বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইংরেজি ২ম পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শনের সময় ওই দুই পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের সময় ধরে ফেলেন। পরে তাদের বহিষ্কার করার নির্দেশ দেন।
প্রতিনিধি/এসএস