পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের কাইলানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক রবি শংকর ঢালীকে (৪০) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী তাকে ওই সাময়িক বরখাস্ত করা হয়।
বিজ্ঞাপন
বরখাস্ত হওয়া ওই শিক্ষক ওই ইউনিয়নের ভীমকাঠী গ্রামের সুনিল চন্দ্র ঢালীর ছেলে ও ওই বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি হালদার জানান, বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী অভিভাবকদের দাবির মুখে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ নৌকার জন্য ভোট চাইলেন ওসি
বিদ্যালয়ের একাধীক শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক জানান, ওই শিক্ষক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন উত্যক্ত করতেন। এমন কি তার মুঠোফোনে যৌন হয়রানিমূলক ক্ষুধে বার্তা দিতেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সন্তোষ কুমার সমদ্দার ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জানান, তিনি ওই খুদে বার্তার সঙ্গে জড়িত নয়। তাকে হয়রানি করতে এমন অভিযোগ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস

