ফরিদপুরের সদরপুরে ইজিবাইকচালক শাহজাহান ব্যাপারী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলের দিকে ঢাকা ও মাদারীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আজিজুল মুন্সী ও হৃদয় মাতুব্বর। তাদের দু’জনের বাড়ি মাদারীপুর জেলায়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরিদপুরে পুলিশ সুপার শাহজাহান জানান, জানুয়ারি মাসের ২৫ তারিখ সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার রহমতউল্লাহ মাতবরকান্দি এলাকায় জৈনিক বিল্লাল ব্যাপারী বাড়ির পাশে থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ গাজীপুরে ছয় আন্তঃজেলা ডাকাতসহ গ্রেফতার ১২
এর আগে ইজিবাইক চালককে আসামিরা মাদারীপুর এলাকা থেকে সদরপুরের দিকে নিয়ে আসে। অজ্ঞাতনামা আসামিরা নিহত শাহজাহান ব্যাপারীকে গলায় গামছা ও মাফলার দিয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিভিন্ন মাধ্যম ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। বুধবার ভোররাতে এই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ঢাকার কেরানীগঞ্জ ও মাদারিপুর থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ইজিবাইক চালককে হত্যার আরও একটি মামলা ভাঙ্গা থানায় রয়েছে বলে তিনি জানান।
এদিকে গ্রেফতার আসামিরা আজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিবে বলে পুলিশ জানিয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ, অতিরিক্ত পুলিশ (সুপার সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, সদরপুর থানার ওসি মামুনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।
প্রতিনিধি/এসএস