শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে ছয় আন্তঃজেলা ডাকাতসহ গ্রেফতার ১২

জেলা প্রতিনিধি: গাজীপুর
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

দীর্ঘদিন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় ডাকাতি করে আসছিল একটি চক্র। সড়কে তৈরি করে ত্রাসের রাজত্ব। অবশেষে পুলিশের অভিযানে এ চক্রের ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া অপর একটি অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সস, সস তৈরির রাসয়নিক, অন্যান্য উপকরণ, পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধারসহ অপর ৬ জনকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ কমিশনার মাহবুব উজ জামান।

রাতের বেলায় মহাসড়কে যানজট দেখা দিলে ডাকাত দল গলির মুখ থেকে বেরিয়ে এসে সামনে থাকা গাড়ি অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিত মোবাইল ফোন, টাকা পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ডাকাত দলের সদস্য সাগর শেখ, রতন, শান্ত দাস, হাসেম, শ্যামল আহমদ ও শাহীন। ভেজাল সস কারখানা থেকে সাহাবুল (৪৪), জসিম (৩৫), শান্ত (২০), রাহাত (২১), মিশন মিয়া (২০) ও জাহাঙ্গীর (১৮)।

পুলিশ কর্মকর্তা বলেন, গত ২২ আগস্ট রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকার সেটার্ন গার্মেন্টসের সামনে রাস্তায় অজ্ঞাতনামা ৭/৮ জন আন্তঃজেলা ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে আস সৃষ্টি করে এবং নোয়া বক্সি গাড়ির সামনের গ্লাস ও সাইডের গ্লাস ভাঙচুর করে দুই যাত্রী, চালককে মারপিট করে। এক পর্যায়ে তাদের ব্যবহৃত ৫টি মোবাইল, নগদ ৯৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।


বিজ্ঞাপন


এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ। পরে বুধবার গাছা থানা এলাকার কুনিয়া, তারগাছ, চান্দুরাসহ আশপাশের এলাকা থেকে ডাকাত দলের সদস্য সাগর শেখ, রতন, শান্ত দাস, হাসেম, শ্যামল আহমদ ও শাহীনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন, নগদ ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ ২৫ বছর পর হত্যা মামলার পলাতক আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার

গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা মহাসড়কে যাত্রীবেশে, পথচারী সেজে, টার্গেট শনাক্ত করে ডাকাতি করে আসছিল বলে জানিয়েছেন তিনি।

এদিকে, গাছা এলাকায় ভেজাল সস তৈরির কারখানায় অভিযান চালিয়ে শরীরের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ ভেজাল সস, সস তৈরির রাসয়নিক, অন্যান্য উপকরণ, পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধারসহ সাহাবুল, জসিম, শান্ত, রাহাত, মিশন মিয়া ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।

মাহবুব উজ জামান বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুনিয়া পাছর এলাকায় ইসলামীয়া সস কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ ভেজাল সস, সস তৈরির রাসয়নিক, অন্যান্য উপকরণ, পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে টমেটো ও তেতুলের উপস্থিতি ছাড়াই শুধমাত্র সাইট্রিক এসিড ও রাসায়নিক টেস্টিং এজেন্টসহ আটা, বার্লি, রং, মরিচ গুড়া দিয়ে ওই কারখানায় সস তৈরি হচ্ছে। সস তৈরির জন্য আটা ও বার্লির মিশ্রণে মরিচের গুড়া, রং ও কেমিক্যাল মিশ্রণ করে চুলায় গরম করা হয়। গরম মিশ্রণটি বালিতিতে ঢেলে ঠান্ডা হলে টমেটো এবং তেতুলের সুগন্ধের জন্য সাইট্রিক এসিড মিশ্রিত করা হয়। বালতি থেকে সাধারণ মগ ব্যবহার করে হাত দিয়ে লাল রংয়ের ৫ লিটার প্লাস্টিক জারে ঢেলে অস্বাস্থ্যকর উপায়ে প্যাকেজিং ও বিভিন্ন রেস্টুরেন্টে বিপনন করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর