নওগাঁর পোরশায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫ ও র্যাব-১৪। সোমবার (২১ আগস্ট) রাত ৮টায় জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাসান আলী পোরশা উপজেলার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
র্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—আসামি হাসান আলী ১২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৭ বছর বয়সী শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় পুকুরে শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন হাসান আলী। ঘটনার দিন রাতেই ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে আসামি হাসান আলী পলাতক ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদে র্যাব-৫ ও র্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এইচই