২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের স্মরণে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে শোক র্যালি করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার ঢাকা দোহার সড়কে কালো ব্যাচ ধারণ করে ও কালো পতাকা উড়িয়ে র্যালিতে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
পরে এক প্রতিবাদ সভায় বর্বরচিত এই হামলার নিন্দা জানিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা ২১শে আগস্ট ২০০৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে জনসভায় গ্রেনেড হামলার কুশীলব, মদদ দাতা ও মাস্টারমাইন্ড তারেক রহমানসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার লক্ষে এ হামলা চালানো হয়েছিল। এ হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে তারেক রহমানসহ বিএনপি-জামায়াত জোট সরকারের নেতৃবৃন্দরা জড়িত ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পরে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে শোকের মাসে শোকের শক্তিতে পরিণত করে, উন্নয়নের ধারা ধরে রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একজোট হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। ওই ঘটনায় তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হন। গ্রেনেড হামলার সময় নিজের জীবন তুচ্ছ করে মানবঢাল রচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষার প্রাণান্তর চেষ্টা করেছেন তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস