সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুনুর রশিদ (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন।

এ দুর্ঘটনায় হারুনুর রশিদের স্ত্রী সামসুন্নাহার (৪৩) গুরুতর জখম হয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে পুড়োপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ চুয়াডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী ছিলেন।

দামুড়হুদা থানার এসআই আরমান আলী জানান, নিহত হারুনুর রশিদ দামুড়হুদা উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে। আজ সকাল সাড়ে ১১টার দিকে তিনি মোটরাসাইকেলযোগে স্ত্রী সামসুন্নাহারকে নিয়ে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন।

চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুড়োপাড়ায় পৌঁছলে তিনি একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় হারুনুর রশিদের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কাকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে, চুয়াডাঙ্গা শহরের মাস্টাপাড়ায় পৃথক এক মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিম হোসেন (১৭) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর