রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিজ বাড়িতে পুতে রাখা হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর সীমান্তবর্তী পোরশা উপজেলায় আরজিনা বেগম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
 
এসময় ওই নারীর নিজ বাড়িতে মাটির নিচে পুতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এর আগে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ছাওড় গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরজিনা বেগম ছাওড় গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব গোপন সূত্রে জানতে পারে পোরশার ছাওড় এলাকায় একজন মাদক কারবারি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য নিজ বাড়িতে মজুদ করেছে। সেই সূত্র ধরে দুপুরে সেই বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এসময় আরজিনা বেগমের দেখানো তথ্যমতে তার নিজ বাড়ির দেওয়ালের পাশে মাটির নিচে পুতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতার হওয়া আরজিনা দীর্ঘদিন থেকে মাদক কারবার করে আসছিল। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা পোরশা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়াসহ রাজধানী ঢাকার বিভিন্ন ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতো। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর