সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে শক্ত অবস্থানে থাকবে আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

শোকের মাস আগস্টের প্রথম দিন থেকে বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাস’ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশপথ ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাসব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে লৌহজং উপজেলা আওয়ামী লীগ।

রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আব্দুর রশিদ শিকদার। তিনি দলটির উপজেলা সাধারণ সম্পাদক।  


বিজ্ঞাপন


আব্দুর রশিদ শিকদার বলেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বিএনপি ও জামায়াত। তাই আগস্ট মাসের শোক শক্তিতে পরিণত করে, প্রতিরোধ গড়ে তুলতে হবে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে। 

সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধভাবে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা।

পাশাপাশি পদ্মা সেতুসহ ঢাকা মাওয়া মহাসড়কে বিএনপির অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ড এড়াতে সাংগঠনিকভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, আব্দুর রশিদ শিকদার বলেন সম্প্রতি দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করছে বিএনপি, এতে জনগণের জানমাল নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে, তাই আওয়ামী লীগের পক্ষ থেকে এমন সহিংস কর্মকাণ্ড এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। যেকোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে এখন থেকে রুখে দাঁড়াবে আওয়ামী লীগ। বিশেষ করে পদ্মা সেতু ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের জ্বালাও পোড়াও এর নোংরা রাজনীতি প্রশ্রয় দেওয়া হবে না। তবে সম্প্রতি জঙ্গি সংগঠনের শীর্ষ তিন নেতাকে লৌহজং থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী (র‍্যাব)। যা উদ্বেগ বাড়িয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে বলা হয়, যেহেতু এই উপজেলায় পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা রয়েছে সাথে মহাসড়। তাই আগামী দিনে সার্বিক পরিস্থিতি গুলো কি হতে পারে, এসব বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

ফলে শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন থেকেই মাসব্যাপী কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপির নৈরাজ্য ঠেকাতে দলীয় সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলন শেষে, গতকাল ২৯ জুলাই রাজধানীর প্রবেশ পথ, মাতুয়াইল,ধোলাইখাল, যাত্রাবাড়ী ও উত্তরা সহ বিভিন্ন স্থানে বিএনপির অগ্নিসন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর