রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভগ্নিপতির ছুরিকাঘাতে প্রাণ গেল সমন্ধির

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১১:৪০ এএম

শেয়ার করুন:

ভগ্নিপতির ছুরিকাঘাতে প্রাণ গেল সমন্ধির

বগুড়ার সোনাতলায় ছোট বোনের স্বামীর ছুরিকাঘাতে আপেল খন্দকার (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া গ্রামে খুনের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার চাঁন মিয়ার ছেলে শাকিল, আপেল খন্দকারের ছোট বোনকে বিয়ে করে ভেলুরপাড়ায় ঘর জামাই থাকতেন। শাকিল বিভিন্ন ধরনের মাদক সেবন করে বাড়িতে অশান্তি করতেন। সোমবার রাতে বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া শুরু করলে আপেল খন্দকার থামাতে যায়। এসময় শাকিল তার স্ত্রীর বড় ভাই আপেল খন্দকারের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আপেল খন্দকারকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কসপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকিলকে গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর