সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারীপুরের ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে নারী নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের কালকিনিতে ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আয়েশা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার নয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।


বিজ্ঞাপন


নিহত আয়শা বেগম (৩৫) উপজেলার মিয়ারহাট এলাকার মো. মিলন চৌধুরীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আয়েশা বেগম তার নিজবাড়ি মিয়ারহাট থেকে ভ্যানযোগে কালকিনি ভুরঘাটার দিকে আসছিলেন। মাঝপথে নয়াকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আয়েশাসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তিনজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আয়েশাকে মৃত ঘোষণা করেন কর্ত্যবরত চিকিৎসক। এদিকে গুরুতর অবস্থায় আহত খবির সরদারকে (৫৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর