শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিস্ত্রির, আটক ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩, ০৭:৩১ এএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটে চোখে টর্চলাইট মারাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আব্বাস শেখ (৪৮) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (২ জুলাই) রাতে কচুয়া উপজেলার মাঠ রাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আনোয়ার মোল্লা মাঠরাড়িপাড়া এলাকার মৃত সোহরাব মোল্লার ছেলে।

আটক আব্বাস শেখ কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আব্বাস খুবই দূরন্ত প্রকৃতির লোক। সব সময় তার কাছে ছুরি থাকে। আজকে তুচ্ছ ঘটনা নিয়ে ছুরিকাঘাত করে আনোয়ার মোল্লাকে মেরে ফেলেছে। এর আগেও কয়েকজনকে মারধর করার অভিযোগ রয়েছে আব্বাসের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


ওসি মো. মনিরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত আব্বাস শেখকে গ্রেফতার করা হয়েছে। আসামি ছুরিকাঘাতের ঘটনা অস্বীকার করেছে। তবে তিনি স্বীকার করেছেন যে, তর্ক বিতর্কের একপর্যায়ে সাইকেল দিয়ে আনোয়ার মোল্লাকে আঘাত করেছেন তিনি। ময়নাতদন্ত শেষে এ ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর