রাজশাহীর পবা উপজেলায় ঈদের দাওয়াত খেতে চাচাতো বোনের বাড়িতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে পবার নওহাটা পৌরসভার পাকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত কিশোরের নাম জয় (১৭)। সে রাজশাহী নগরীর ১৭নং ওয়ার্ডের বড় বনগ্রাম শেখপাড়া এলাকার জিয়ারুলের ছেলে।
রাজশাহী নগরীর বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জয় ও তার বন্ধু সিয়াম রোববার সকালে ঈদের দাওয়াত খেতে বোনের বাড়ি বেড়াতে যায়। দুপুরের খাবার শেষে দুজনেই বাড়ি থেকে বের হয়ে নওহাটা পৌরসভার পাকুড়িয়া ব্রিজের পাশে যায়। এর কিছুক্ষণ পরই কোনোরকম বৃষ্টি ছাড়া হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জয় ঘটনাস্থলেই মারা যায়। আর সিয়াম আহত হয়। পরে জয়ের মরদেহ নিজ বাড়ি নগরীর চন্দ্রিমা থানার বড়বনগ্রাম শেখপাড়ায় নেওয়া হয়। এদিকে সিয়ামকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি এমরান হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্তের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে স্বজনরা মরদেহ নিতে চাইলে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমএইচটি