রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্ব স্ব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের এক যুগ উপলক্ষে ‘সংবিধানে স্ব স্ব জাতিসত্তার স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপালস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

রোববার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইউপিডিএফের মানিকছড়ি ইউনিটের উদ্যোগে উপজেলার ধর্মঘর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক (খাগড়াছড়ি-চট্টগ্রাম) প্রদক্ষিণ শেষে ধর্মঘর বটতল গিয়ে সমাবেশে মিলিত হয়।


বিজ্ঞাপন


ইউপিডিএফর মানিকছড়ি ইউনিটের প্রধান সংগঠক ক্যহ্লাচিং মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মানিকছড়ি ইউনিটের সংগঠক আপ্রুসি মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতিশুভা চাকমা, জেলা সাধারণ সম্পাদক এন্টি চাকমা ও পিসিপি’র জেলা সভাপতি শান্তি চাকমা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত সংখ্যালঘু ভিন্ন ভিন্ন জাতিসত্তা কখনো বাঙালি হতে পারে না। তাদের নিজ নিজ জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য রয়েছে। কিন্তু সংখ্যালঘু ক্ষমতাসীন সরকার ২০১১ সালের ৩০ জুন ক্ষমতার জোর খাটিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে দেশের সকল জাতিসত্তার ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। আমরা দীর্ঘ এক যুগ ধরে এই বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনো তা বাতিল বা সংশোধন না করে উল্টো বাঙালি বানানোর নানা চক্রান্ত জারি রেখেছে।

এ সময় বক্তারা পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিসহ অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর