ফেনীর পরশুরামে বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগরে এ দুর্ঘটনা ঘটে।
আরিফ ওই গ্রামের আমতলী মানিক মিয়া বাড়ির মো. রাশেদের ছেলে।
বিজ্ঞাপন
নিহতের চাচাতো ভাই মো. সাব্বির জানান, আরিফ বাড়ির পাশে একটি গাছ থেকে জাম পাড়তে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা তার লাশ বাড়ি নিয়ে গেছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে অবগত না। বিস্তারিত জানতে পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এইচই