নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জুন) দুপুরে জেলার পত্নীতলা উপজেলার পাটি আমলাই এলাকা ও মান্দায় উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন-জয়পুরহাট জেলার দোগাছি উপজেলার পুরব এলাকার মৃত ইছাহাক আলীর ছেলে মতিয়ার রহমান ও জেলার মান্দা উপজেলার হাজি গোবিন্দপুর এলাকার আফসার হোসেনের ছেলে বাবু হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, দুপুরে পাটিচড়া ইউনিয়ন নজিপুর-ধামইরহাট সড়কের পাটি আমলাই নামক স্থানে একটি ভটভটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী মতিয়ার রহমান নিহত হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে ভটভটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ভটভটিরচালক পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, নিহত বাবু হোসেন দুপুরে বাড়ি থেকে উপজেলার চৌবাড়িয়া হাটে ভটভটিতে করে গরু নিয়ে হাঁটে যাচ্ছিলেন। এসময় দেলুয়াবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে ধাক্কা লেগে ভটভটিটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবু হোসেন নিহত হয়।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস