শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

আকাশে বিমানের কাচে ফাটল, অতঃপর...

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

আকাশে বিমানের কাচে ফাটল, অতঃপর...

হংকংগামী একটি মালবাহী বিমানের কাচে ফাটল ধরায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে।

শনিবার সকালে সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়ার ওই মালবাহী বিমানটির সামনের কাচে চিড় ধরা পড়ে। তখন বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেয়।


বিজ্ঞাপন


সৌদিয়ার ওই মালবাহী বিমানটি ৪ জন কর্মীসহ জেদ্দা থেকে হংকংয়ের উদ্দেশে রওনা হয়েছিল। তবে সকালে সেটির সামনের কাচে (উইন্ডশিল্ড) চিড় দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে।

saudia-cargoশনিবার সকাল ১১টা ৩৭ মিনিটে জরুরি ভিত্তিতে সৌদিয়ার বিমানের অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বেলা ১২টা ২ মিনিটে সেটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানবন্দরে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণের ঘটনা ঘটেছিল। তখন দুবাইগামী ফেডএক্স বিমানের সঙ্গে একটি পাখির ধাক্কার কারণে দিল্লিতে বিমানটিকে নামানো হয়েছিল। এরপর বিমানটি পরীক্ষা-নিরীক্ষার পর দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর