শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা টু য‌শোর বিমান ভাড়া কত?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৩ এএম

শেয়ার করুন:

ঢাকা টু য‌শোর বিমান ভাড়া কত?

খুলনা বিভাগের যশোর জেলা দেশের প্রাচীন জনপদগুলোর অন্যতম। পর্যটনের চেয়েও এই অঞ্চলের বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি। কেননা, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর এই জেলায় অবস্থিত। এছাড়া বেশকিছু দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে। যেমন— চাঁচড়া জমিদার বাড়ি, গদখালি ফুলের বাগান, মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লী, কালেক্টরেট পার্ক, যশোর আইটি পার্ক ইত্যাদি।

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে সাধারণত ট্রেন ও বাসে যাতায়াত করেন ব্যবসায়ীরা। কিন্তু এতে সময় লাগে ১০ থেকে ১২ ঘণ্টা। তাই ব্যবসায়িক কাজে সময় বাঁচাতে বিমানে যাওয়া-আসা করেন অনেকেই। য‌শোরে বিমানে যেতে সময় লাগে এক ঘণ্টারও কম সময়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত?

বর্তমানে ঢাকা থেকে য‌শোর রুটে প্রতিদিন ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নভোএয়ারের ফ্লাইট চলাচল করে। ঢাকা টু য‌শোর বিমান ভাড়া জানুন।

us banglaইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা-য‌শোর রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট চলাচল করে। ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ১৯৫ টাকা, সর্বোচ্চ ভাড়া ৮ হাজার ৪০০ টাকা। ঢাকা থেকে য‌শোর যেতে আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৬ হাজার ৩৯০ টাকা।


বিজ্ঞাপন


Biman Bangladesh Airlinesবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা টু য‌শোর রুটে সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ১৯৫ টাকা, সর্বোচ্চ ভাড়া ৭ হাজার ৩০০ টাকা। ঢাকা থেকে য‌শোর যেতে আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৬ হাজার ৩৯০ টাকা।

Novoairনভোএয়ার

ঢাকা-য‌শোর রুটে নভোএয়ার এর ফ্লাইটগুলোর সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ১৯৫ টাকা, সর্বোচ্চ ৭ হাজার ৯০০ টাকা। ঢাকা থেকে য‌শোর যেতে আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৬ হাজার ৩৯০ টাকা।

মালামাল পরিবহন

বাণিজ্যিক অঞ্চল হওয়ায় মালামাল পরিবহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী ইকোনমি শ্রেণীতে ২০ কেজি মাল বহন করতে পারবেন। কেবিন লাগেজে বহন করতে পারবেন ৭ কেজি। বিজনেস শ্রেণীতে ৩০ কেজি মাল এবং কেবিন লাগেজে ৭ কেজি নিতে পারবেন। এই পণ্য পরিবহনে কোনো টাকা দিতে হবে না। কিন্তু এর বেশি পণ্য পরিবহন করতে চাইলে অতিরিক্ত টাকা দিতে হবে।

এমএইচটি/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর