শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিমান ভ্রমণে যেসব ভুল অনেকেই করেন

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

বিমান ভ্রমণে যেসব ভুল অনেকেই করেন

ছুটিতে বিদেশ ভ্রমণে যান অনেকেই। কেউ কেউ আবার উচ্চশিক্ষা ও চাকরির উদ্দেশ্যে যান। কিন্তু বিমানে উঠার আগে এবং পরে বেশকিছু নিয়ম মানতে হয়। কিন্তু অনেকে সেই নিয়মগুলো খেয়াল করেন না। একজন বিমানবালা এই বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন। চলুন জেনে নিই সেই ভুলগুলো।

সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছান


বিজ্ঞাপন


সময়মত বিমানবন্দরে পৌঁছতে অনেকটা সময় নিয়ে বের হন। কারণ, যানজট পড়তে পারেন। সময়মত পৌঁছতে না পারলে আপনাকে রেখেই উড়ে যাবে বিমান।

airport-boardingঅন্য যাত্রীদের সুযোগ দিন

বোর্ডিংয়ের সময়ে অনেকেই নিজের জিনিসপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অন্য যাত্রীদের কথা ভাবেন না। যেই লাইনে দাঁড়িয়ে জিনিসপত্র ক্যাবিনেটে রাখছেন, বাকিদেরও সেভাবে নিজ আসনে পৌঁছাতে হবে। তাই তাদের প্রবেশের সুযোগ করে দিতে হবে।

আরও পড়ুন: প্রথমবার বিমান ভ্রমণে যা যা জেনে রাখা ভালো


বিজ্ঞাপন


air-hostessবিমানবালার কাজে সমস্যা সৃষ্টি করবেন না

অনেকেই বিমানে প্রবেশ করে নিজ আসন হাত-পা ছড়িয়ে বসেন। এতে নিজে আরামবোধ করলেও বিমানবালার কাজে বিঘ্ন ঘটতে পারে।

বমির ব্যাগ বিমানবালাদের দেবেন না

বিমানে উচ্চতার কারণে অনেকেরই বমি হয়। তাই বিমানে বমি করার ব্যাগ দেওয়া হয়। বমি করে সেই ব্যাগ বিমানবালাদের হাতে দেবেন না। এটি নিজ দায়িত্বে রাখুন।

আরও পড়ুন: ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত?

aiplane-passangerপাশের যাত্রীর সমস্যা করবেন না

সময় কাটাতে অনেকেই হেডফোন দিয়ে গান শোনেন। গানের শব্দ যেন অন্য যাত্রীর না শুনতে পায় সেটি লক্ষ্য রাখবেন।

এমএইচটি/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর