শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাংলাদেশে বিমানবন্দর কয়টি?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে বিমানবন্দর কয়টি?

বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে বেশ কয়েকটি বিমানবন্দর রয়েছে। দেশটিতে রয়েছে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর। আছে পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দর। 

এছাড়াও আছে সাতটি স্বল্প পরিসরের বন্দর। যেগুলোতে তেমন অবকাঠামো নেই। তবে বিমান উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এগুলো ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি এয়ার স্ট্রিপ রয়েছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কোন জ্বালানিতে বিমান চলে

বাংলার আন্তর্জাতিক বিমানগুলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অবস্থিত। অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে রাজশাহী, খুলনা, রংপুর, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও খুলনা বিভাগ ও জেলা শহরে। এসব বন্দর থেকে অভ্যন্তরীণ রুটে বিমান ওঠা-নামা করে। 

দেশে আরও কয়েকটি বন্দর রয়েছে। যা শুধু বিমান উড্ডয়ন অবতরণের জন্য ব্যবহৃত হয়। যদিও এগুলোর বেশিরভাগই এখন কাজে আসে না। এই তালিকায় আছে কুমিল্লা, বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট জেলা। 

airportঅব্যবহৃত বিমানবন্দর বা এয়ারস্ট্রিপ আছে চট্টগ্রামের সন্দ্বীপ, ফেনি, কক্সবাজারের চকোরিয়া, টাঙ্গাইলের ঘাটাইল, মৌলভীবাজার, কিশোরগঞ্জের বাজিতপুর এবং পটুয়াখালী জেলায়। 


বিজ্ঞাপন


পটুয়াখালী বিমানবন্দর বাংলাদেশের দক্ষিণে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত। এটি কুয়াকাটার পর্যটকদের আকর্ষণ করার জন্য নির্মিত হয়েছিল। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডারের পর বন্যা ত্রাণে উল্লেখযোগ্য সহায়তা করে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর কোনটি?

বর্তমানে এটি বাংলাদেশের অব্যবহৃত বিমানবন্দরগুলোর একটি। সরকারের অপর্যাপ্ত তহবিলের কারণে এটি পুরোপুরি নির্মিত হয়নি। কিন্তু কুয়াকাটায় পর্যটকদের চাপ বেড়ে যাওয়ায় পটুয়াখালী কর্তৃপক্ষ বিমানবন্দর নির্মাণ সম্পন্ন করার কথা বিবেচনা করছে। এটি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন, যার জন্য এটি একটি জরুরি রানওয়ে হিসেবে কাজ করে, কিন্তু ভবিষ্যতে এটিকে বেসামরিক বিমানবন্দর হিসেবে ব্যবহারের চিন্তা করছে সরকার। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর