যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে বিমানটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সূত্রে জানা গেছে, উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়। তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এ নিয়ে গত ২৮ দিনে অষ্টমবারের মতো গোলযোগে পড়ল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটির বহরে থাকা বোয়িং উড়োজাহাজগুলো।
বিমান কর্মকর্তারা বলছেন, লন্ডন থেকে যন্ত্রাংশ পাঠানোর পর উড়োজাহাজটি মেরামত করে ঢাকায় ফেরত আনা হবে। নিয়ম অনুযায়ী উড়োজাহাজের ২৬২ যাত্রীকে হোটেলে পাঠিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
>> আরও পড়তে পারেন
এবার টয়লেটের ফ্ল্যাশ কাজ না করায় ঢাকায় ফিরল বিমান বাংলাদেশের ফ্লাইট
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর বলেন, ‘কিছু যান্ত্রিক ত্রুটির কারণে রোম থেকে ঢাকার ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে।’
রোমে গ্রাউন্ডেড উড়োজাহাজটির মেরামত প্রক্রিয়া চলছে জানিয়ে বিমানের মুখপাত্র বলেন, ‘ফ্ল্যাপ মেরামতের প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। যন্ত্রাংশগুলো আজ বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর ত্রুটি সারিয়ে একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরানো হবে।’
/এএস

