রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১০ বছরের শিশুকে বিমানবন্দরে একা রেখে মা-বাবা চলে গেলেন ঘুরতে

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

AVIATION NEWS 2025

বাবা-মায়ের হাত ধরে ঘুরতে যেতে সব শিশুরই ভালো লাগে। কিন্তু বাবা-মা যদি শিশুকে একা রেখে ঘুরতে চলে যান তবে সেটা দুঃখজনকও বটে। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে স্পেনে। 

মা-বাবার হাত ধরে ঘুরতে যাচ্ছিল এক শিশু । মহা আনন্দে ছিল ওই ১০ বছরের নাবালক। বিমানবন্দরে এসে টিকিট চেক ইন করতে গিয়েই হঠাৎ মা-বাবা জানতে পারলেন একটা কথা। তারপরই ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখে নিজেরা ফ্লাইটে চেপে বসলেন। ওই ১০ বছরের নাবালক একা দাঁড়িয়ে থাকল বিমানবন্দরে। কী এমন হল যে হঠাৎ নিজের সন্তানকে এভাবে হাজার হাজার অচেনা মানুষের মাঝে ফেলে রেখে চলে গেলেন মা-বাবা?


বিজ্ঞাপন


CHILD_INNER

পুরো ঘটনাটিই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন এয়ার অপারেশন কো-অর্ডিনেটর। ওই নারী টিকটকে ভিডিও পোস্ট করে ঘটনার বর্ণনা দেন। তবে প্রশ্ন ছিল একটাই। কেন মা-বাবা তার সন্তানকে ছেড়ে চলে গেলেন? কারণ তারা বিমানবন্দরে এসে জানতে পারেন যে ছেলের পাসপোর্ট এক্সপায়ার করে গিয়েছে। তাই তারা ছেলেকে ফেলে রেখেই বিমানে উঠে যান। আত্মীয়কে ফোন করে বলেন যে তাদের ছেলেকে যেন বিমানবন্দর থেকে এসে নিয়ে যায়।

স্পেনের একটি বিমানবন্দরের কর্মীরা এই ঘটনার সাক্ষী। 

আরও পড়ুন: বিমান দুর্ঘটনার আগে পাইলট কেন রেডিওতে ‘মে ডে’ কল করেন?


বিজ্ঞাপন


তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়,  তারা ঘুরতে যাচ্ছিল, কিন্তু ওই নাবালকের কাছে ট্রাভেল ভিসা ছিল না। তাই তার মা-বাবা তাকে বিমানবন্দরেই রেখে দিয়ে চলে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ ওই নাবালককে খুঁজে পায়। পুলিশও অবাক হয়ে যায় মা-বাবার কীর্তি দেখে।

শেষে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে তাদের সঙ্গে আরও একটি ছোট বাচ্চা ছিল। তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর