রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যান্ত্রিক ত্রুটি, এক ঘণ্টা চলার পর ফিরে এলো দাম্মামের ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

biman
এক ঘণ্টা পর ফ্লাইটটি ফিরে আসে। (ফাইল ছবি)

উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা চলার পর মাঝ আকাশ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

বিজি-৩৪৯ ফ্লাইটটি প্রায় সাড়ে চারশ যাত্রী নিয়ে ঢাকা থেকে দাম্মাম যাচ্ছিল। তবে সমস্যা দেখা দেওয়ায় মাঝপথ থেকে ফ্লাইটটি ফিরে আসে।


বিজ্ঞাপন


জানা গেছে, ফ্লাইটটি শাহজালাল থেকে সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ঢাকা ছাড়ে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এক ঘণ্টার মতো ওড়ার পর ফ্লাইটটি বিকেল ৪টা ৩৩ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান।

আরও পড়ুন

বিমানে যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে ফিরল চট্টগ্রামে

যান্ত্রিক ত্রুটি, শাহ আমানতের রানওয়েতে দুই ঘণ্টা আটকা বিমান

তিনি জানান, যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে এরই মধ্যে দাম্মামের উদ্দেশে পাঠানো হয়েছে। আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখেছে। সব ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট পরিচালনা করা হবে।


বিজ্ঞাপন


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ফ্লাইটটিতে যাত্রী ধারণক্ষমতা ৪৫০ জন। ফ্লাইটে যাত্রীসংখ্যাও ছিল প্রায় পূর্ণ। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি দেখতে পান। এরপরই সেটি ঘুরিয়ে ঢাকার আকাশে নিয়ে আসেন এবং নিরাপদে অবতরণ করেন।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর