শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান
ফাইল ছবি

বড় একটি দুর্ঘটনা থেকে অল্পে রক্ষা পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ২৮৫ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি সৌদি আরবে যাচ্ছিল। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন দেখতে পান উড়োজাহাজের ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল। এরপর গতিপথ বদলে আবার শাহজালাল বিমানবন্দরে ফেরত আনা হয় উড়োজাহাজটি।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার। তবে বিষয়টি জানাজানি হয় রোববার (২১ জানুয়ারি)।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঢাকাগামী বিমানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যাত্রী

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি সৌদি আরবের দাম্মামে যাচ্ছিল। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা, যিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী। যাত্রা শুরুর দুই ঘণ্টা পর ককপিটের কাচে ফাটল দেখেন ক্যাপ্টেন। পরে সেটিকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন।

বিমানের প্রকৌশল ও উপাদান ব্যবস্থাপনা পরিদফতরের পরিচালক এয়ার কমোডর মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, বিমান কেনার চার বছরের মাথায় সাধারণত এমন ঘটনা হওয়ার কথা না। আমরা বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করছি। এটা ম্যানুফেকচারিং ফল্ট না অন্য কোনো কারণে হয়েছে সেটাও আইডেন্টিফাই করার চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

যেভাবে রক্ষা পেলেন অগ্নিকাণ্ড কবলিত জাপানি বিমানের যাত্রীরা

জানা গেছে, ফ্লাইটটিতে ২৮৫ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। যাত্রীদের ফিরিয়ে এনে রাতে হোটেলে রাখা হয়। রোববার বেলা ১১টার ফ্লাইটে তারা আবার দাম্মাম গেছেন।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিমানের একটি বোয়িং ৭৩৭-এর ককপিটের কাচ ফেটে গেলে সেটি মালয়েশিয়ায় গ্রাউন্ডেড করা হয়। একই বছরের আগস্টে দোহার উদ্দেশে ছেড়ে যাওয়া আরেকটি বোয়িং ড্রিমলাইনার মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হলে সেটিকে ভারতের আকাশসীমা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর