মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকাগামী বিমানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যাত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

ঢাকাগামী বিমানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যাত্রী
ফাইল ছবি

কুয়েত থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ভেতরেই এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের এমডি শফিউল আজিম। ঢাকা মেইলকে তিনি বলেন, কুয়েত থেকে বিমানটি ঢাকায় আসছিল। কিন্তু ঢাকায় ঘন কুয়াশার কারণে সেটি ডাইভার্ট হয়ে কলকাতায় যাচ্ছিল। ওই সময় সেই যাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর বিমানে থাকা কর্মীরা তাকে অক্সিজেন দেন ও বিভিন্নভাবে সুস্থ করার চেষ্টা করেন। পরে বিমান থেকে নামানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


শফিউল আজিম আরও বলেন, ‘আমরা সেই যাত্রীর স্বজনদের সন্ধান পেয়েছি। এখন মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।’

বিমানের একটি সূত্র জানায়, ফ্লাইটটি রাত ১২টা ৩২ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ও সেটিতে পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর