শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

বিমানের টিকিট কখন কাটলে সস্তায় পাওয়া যায়?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

ticket

বাস, ট্রেনের তুলনায় বিমানের টিকিটের দাম বেশি। এই টিকিট কাটার নিয়মও আলাদা। সাধারণত বাস, ট্রেন কিংবা লঞ্চের টিকিট স্টেশনেই মেলে। কিন্তু উড়োজাহাজের টিকিট কাটতে হয় নির্দিষ্ট এজেন্সি কিংবা সংশ্লিষ্ট ওই কোম্পানির অফিস থেকে।

আরও পড়ুন: কম খরচে বিমানের টিকিট কাটার কৌশল


বিজ্ঞাপন


অনেকেই চান সস্তায় বিমানের টিকিট কাটতে। সস্তায় টিকিট কাটার নানা কৌশল রয়েছে। এগুলো অবলম্বন করে আপনিও সাশ্রয়ী দামে টিকিট কাটতে পারবেন।

ticket2

মানুষের হাতে এখন সময় কোথায় ? তাই ট্রেন, বাস ছেড়ে ঝোঁক এখন বিমানযাত্রায় ৷ আর বিদেশ বিভুঁই হলে তো আর কথাই নেই ৷ উড়োজাহাজ ছাড়া গতি নেই ৷ কিন্তু ফ্লাইটে বিদেশযাত্রার খরচ তো বিপুল ৷ টিকিট কাটতে গিয়েই পকেট ফাঁকা ৷ এই সমস্যার সমাধান কিন্তু হাতের কাছেই আছে ৷ বিদেশে ট্যুর প্ল্যান করার আগে তাই মাথায় রাখুন কয়েকটি বিষয় ৷   

সিজন এড়িয়ে চলুন ৷ টপ সিজনে টিকিট বুক করলে কিন্তু অল্প ভাড়ায় পাওয়া মুশকিল ৷ যদি আগস্ট মাসে আপনি ইউরোপ ট্যুর প্ল্যান করেন তাহলে স্বাভাবিকভাবেই টিকিটের দাম হবে চড়া।


বিজ্ঞাপন


ticket

বেড়ানোর দিনক্ষণ একটু এদিক ওদিক করতে পিছপা হবেন না ৷ অনেক সময় ১-২ দিন এদিক ওদিক করলে অনেক আকর্ষণীয় অফার পাওয়া যায় টিকিটের উপর ৷ সেগুলো নিতে ভুলবেন না যেন ৷

অনেক সময় যাত্রাপথের একটু আধটু পরিবর্তনে টিকিটের ভাড়া কমে যেতে পারে অনেকটাই ৷ সে জন্য তৈরি থাকুন ৷

অবশ্যই সস্তায় ফ্লাইট বুকিং সাইট গুলোর উপর নজর রাখতে হবে ৷ এই সমস্ত সাইট থেকে কম দামের ভালো ফ্লাইটের খোঁজ পাবেন আপনি ৷  যেমন, গুগল ফ্লাইটস, আইটিএ ম্যাট্রিক্স, স্কাইস্ক্যানার, মমোন্দো, প্রাইসলাইন, কিয়ি- এই ওয়েবসাইট গুলো থেকে সব চেয়ে ভাল ফ্লাইটের খোঁজ পাওয়া যাবে ৷

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর