শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাজাজ পালসার ১২৫ মডেলের দাম কমল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

বাজাজ পালসার ১২৫ মডেলের দাম কমল

বাজাজের পালসার মোটরসাইকেলের দাম কমেছে। ভারতের বাজারে পালসার ১২৫ মডেলের দাম কমানো হয়েছে। দেশটির বাজারে ১২৫ মডেল বিক্রি হতো ৯২ হাজার ১৮৩ রুপি। এটি এখন পাওয়া যাবে ৮২ হাজার ৭১২ রুপি। 

আরও পড়ুন: পালসার মোটরসাইকেলের দাম কমল
  
ভালো মাইলেজের পাশাপাশি স্পোর্টি লুক দেবে এমন মোটরসাইকেলের যদি কথা বলি তাহলে পালসার ১২৫ অন্যতম। 


বিজ্ঞাপন


pulsarবহু তরুণ গ্রাহকদের মধ্যমণি এখন এই বাইক। দারুণ পারফর্মেন্সের কারণে অনেকেই এই মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছে।

এই মডেলটি ৬টি ভেরিয়েন্ট এবং ৮টি রঙে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ৩ মডেলের মোটরসাইকেলের দাম কমিয়েছে হোন্ডা

কমিউটার মোটরসাইকেলের বাজারে ভারতে বেশ জনপ্রিয় পালসার ১২৫। এই মডেলটিতে রয়েছে ১২৪.৪ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন ১১.৬৪ বিএইচপি শক্তি এবং ১০.৮ নিউটন মিটার টর্ক উৎপাদন করত পারে। বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


bajajমোটরসাইকেলের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১১.৫ লিটার এবং প্রতি লিটারে মাইলেজ দেয় প্রায় 50 কিলোমিটার। বাইকটির কার্ব ওয়েট ১৪০ কেজি।

আরও পড়ুন: পালসার এন১৬০ বাংলাদেশের বাজারে এলো

এই বাইকের সম্প্রতি নতুন কার্বন ফাইবার এডিশনও লঞ্চ করেছে বাজাজ। ২টি ভেরিয়েন্টে এই বাইক বাজারে ছেড়েছে বাজাজ। প্রথমটি সিঙ্গেল সিট এবং দ্বিতীয়টি স্প্লিট সিটের।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর