৩ মডেলের মোটরসাইকেলের দাম কমিয়েছে হোন্ডা

জাপানের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা বাংলাদেশে বেশ জনপ্রিয়। দেশে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচপিএল) নামে কোম্পানি খুলে ব্যবসা পরিচালনা করে। এদেশেই তৈরি হয় হোন্ডার বিভিন্ন মডেল।
আরও পড়ুন: ওয়ালটন তাকিওন ই-বাইক: দাম মাত্র ৪৯ হাজার টাকা
সম্প্রতি হোন্ডা তিনটি মডেলের মোটরসাইকেলের দাম কমিয়েছে। মডেলগুলো হলো-হোন্ডা লিভো ডিস্ক সিবিএস, এক্সব্লেড সিঙ্গেল ডিস্ক এবং এক্সব্লেড ডাবল ডিস্ক এবিএস। এই তিন মডেলের দাম ৪০০০ টাকা কমানো হয়েছে।
আরও পড়ুন: পালসার এন১৬০ বাংলাদেশের বাজারে এলো
‘স্টাইলিশ বসন্ত ক্যাশব্যাক অফারে’র আওতায় হ্রাসকৃত মূল্যে হোন্ডা মোটরসাইকেল কেনা যাবে।
অফারে হোন্ডা মোটরসাইকেলের দাম
বসন্ত ক্যাশব্যাক অফারে লিভো ডিস্ক সিবিএস কেনা যাবে ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।
এক্সব্লেড সিঙ্গেল ডিস্ক অফার মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
এক্সব্লেড ডাবল ডিস্ক এবিএস অফার মূল্য ২ লাখ ১১ হাজার ৫০০ টাকা।
বাংলাদেশ হোন্ডা জানিয়েছে এই অফারটি সীমিত সময়ের জন্য। অফারটি পাওয়া যাবে হোন্ডা অথরাইজড ডিলার শোরুমে।
এজেড