শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোন্ডা ড্রিম ১১০ এলো নতুন রঙে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৩, ১১:২২ এএম

শেয়ার করুন:

হোন্ডা ড্রিম ১১০ এলো নতুন রঙে

হোন্ডার জনপ্রিয় কমিউটার বাইক ড্রিম ১১০ মডেল। এই বাইকটি সম্পূর্ণ দেশে তৈরি। ঢাকার অদূরে মুন্সিগঞ্জের গজারিয়ায় হোন্ডার কারখানার এই বাইক তৈরি হয়। বাইকটি এবার নতুন রঙে বাজারে এসেছে। গ্রাফিক্সেও সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। 

আরও পড়ুন:  হোন্ডা ড্রিম ১১০: ক্যাশব্যাক অফারে দাম কমল


বিজ্ঞাপন


নতুন বছরের শুরুতেই নতুন রঙে বাজারে এলো হোন্ডা ড্রিম ১১০ মডেল। এখন থেকে কালো ও লাল রঙের সংমিশ্রণে এই মডেলটি কেনা যাবে। নতুন রঙের পাশাপাশি উন্নত গ্রাফিক্স স্টিকার দিয়েছে হোন্ডা। 

hondaমর্ডান স্টাইলে তৈরি হোন্ডা ড্রিম ১১০ মডেলের বাইকে রয়েছে ১১০ সিসির শক্তিশালী ইঞ্জিন। হোন্ডা দাবি করছে এই বাইক এক লিটার জ্বালানিতে ৭৪ কিলোমিটার পথ চলতে পারবে। 

বাইকটিতে ৪ স্ট্রোক এয়ার কুলড বিএস-৪ স্ট্যান্ডার্ড ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। ১১০ সিসির ইঞ্জিন থেকে ৮.২৪৭ বিএইচপি শক্তি এবং ৯.০৯ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। 

ড্রিম ১১০ মডেলে কিক স্টার্টের পাশাপাশি সেলফ স্টার্টারও রয়েছে। এই বাইকে ভিসকাস এয়ার ফিল্টার ব্যবহৃত হয়েছে। হোন্ডা দাবি করছে এই এয়ার ফিল্টার পরিস্কার করা লাগবে না। একটি এয়ার ফিল্টার দিয়ে ১০ হাজার কিলোমিটার চলা যাবে। 


বিজ্ঞাপন


hondaডায়মন্ড ফ্রেমের তৈরি এই বাইকের সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের চাকায় ৫ স্টেপ অ্যাডজাস্টেবল টুইন স্প্রি লোডেড অ্যাবসর্ভার দেওয়া হয়েছে। উভয় চাকায় টিউবলেস টায়ার দিয়েছে হোন্ডা। 

বাংলাদেশের বাজারে হোন্ডা ড্রিম ১১০ বিক্রি হচ্ছে ১ লাখ ৭ হাজার টাকায়। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর