মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোন্ডা ড্রিম ১১০: ক্যাশব্যাক অফারে দাম কমল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

হোন্ডা ড্রিম ১১০: ক্যাশব্যাক অফারে দাম কমল

বিজয়ের মাসে ক্যাশব্যাক অফারে হোন্ডা ড্রিম ১১০ মডেলের দাম কমেছে। বাইকটির আগের দাম ছিল ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা। ৪০০০ টাকা দাম এখন বিক্রি হচ্ছে ১ লাখ ১ হাজার ৫০০ টাকায়। 

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড জানিয়েছে, স্বপ্ন পূরণের পথে যারা অবিরাম ছুটে চলছে তাদের স্বপ্নের কাছে আরো দ্রুত পৌঁছে দেয় হোন্ডা ড্রিম ১১০। তাই এই মডেলটিতে ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। 


বিজ্ঞাপন


bike
 
ক্যাশব্যাক অফার হোন্ডা ড্রিম ১১০ মডেলের লাল কালারে উপভোগ করা যাবে। 

হোন্ডা ড্রিম ১১০ সম্পূর্ণ বাংলাদেশে তৈরি মোটরসাইকেল। 

হোন্ডা ড্রিম ১১০ মডেলে ১১০ সিসির এয়ার কুলড ফোর স্ট্রোক বিএস-৪ স্ট্যান্ডার্ড ইঞ্জিন রয়েছে। এই ৭০০০ আরপিএমে ৮.২৪৭ বিএইচপি পাওয়ার উৎপাদন করতে পারে। ৫৫০০ আরপিএমে ৯.০৯ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। 

হোন্ডা দাবি করছে এক লিটার জ্বালানিতে এই বাইক ৮৬ কিলোমিটার চলবে। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর