বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

মারুতি সুজুকি আল্টো: মাইলেজ ৩৩.৮৫ কিলোমিটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

মারুতি সুজুকি আল্টো: মাইলেজ ৩৩.৮৫ কিলোমিটার

মারুতি সুজুকির জনপ্রিয় গাড়ি আল্টো। মডেলটি ভারতে দেদারসে বিক্রি হয়েছে। বাংলাদেশেও এর কদর রয়েছে। এই মডেলটির দাম হাতের নাগালে। চাহিদার তুঙ্গে থাকা মারুতি আল্টো এবার এলো সিএনজি ভার্সনে। মডেল আল্টো কে ১০। এতদিন পেট্রোল ভার্সনে এই গাড়ি বিক্রি হত। 

নতুন এই গাড়ির ইঞ্জিন ৬৪.৪৬ বিএইচপি পাওয়ার এবং ৮২.১ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। 


বিজ্ঞাপন


car

মারুতি সুজুকি দাবি করছে সিএনজি ভার্সনের এই গাড়িতে ৩৩.৮৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। 

বাইক বিডি: মোটরসাইকেলের সব খবর জানুন

এক লিটারের ইঞ্জিন বিশিষ্ট এই গাড়িতে রয়েছে মারুতি সুজুকির কে সিরিজের ডুয়াল জেট ইঞ্জিন।


বিজ্ঞাপন


এই গাড়ির পেট্রোল ভার্সন থেকে ২৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। 

carসিএনজি ভার্সনের নতুন আল্ট্রো মডেলে গাড়ির ফ্রন্ট গ্রিলে রয়েছে নতুন ধরনের স্টাইলিং, একটি নতুন হুইল ক্যাপ ডিজাইন ও ১৩ ইঞ্চির চাকা। 

এছাড়াও, এই গাড়িতে আপনি পেয়ে যাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে সহ অ্যানড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার।

carবিগত প্রায় দুই দশক ধরে দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই গাড়িটি। কম দাম, উন্নত মাইলেজ ও আয়তনে ছোট হওয়ার কারণে শহরের রাস্তায় এই গাড়িটি খুবই উপযোগী। 

নতুন এই গাড়িটিতে সিএনজি ভার্সনে বাজারে এনে যোগ করে মারুতি সুজুকি প্রমাণ করে দিল, প্রতিষ্ঠানটি দুই ধরনের জ্বালানি পরিচালিত গাড়ি তৈরি করতে বদ্ধপরিকর। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর