বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

এক লাখে টিভিএসের নতুন ইলেকট্রিক স্কুটার: একবার চার্জেই চলবে ১৫৮ কিমি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

শেয়ার করুন:

এক লাখে টিভিএসের নতুন ইলেকট্রিক স্কুটার: একবার চার্জেই চলবে ১৫৮ কিমি
এক লাখে টিভিএসের নতুন ইলেকট্রিক স্কুটার: একবার চার্জেই চলবে ১৫৮ কিমি

পরিবেশবান্ধব পরিবহনের বাজারে চমক নিয়ে এল জনপ্রিয় টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস (TVS)। সাশ্রয়ী দামে দীর্ঘ মাইলেজ নিশ্চিত করতে কোম্পানিটি বাজারে এনেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার 'টিভিএস অরবিটার' (TVS Orbiter)। আধুনিক ডিজাইন এবং উন্নত ফিচারে ঠাসা এই স্কুটারটি বিশেষ করে তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

দাম ও ডিজাইন


বিজ্ঞাপন


ভারতের বাজারে টিভিএস অরবিটার লঞ্চ করা হয়েছে মাত্র ৯৯ হাজার ৯০০ রুপি দামে (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার কাছাকাছি হতে পারে)। তবে এর চোখ ধাঁধানো ডিজাইন ইতোমধ্যে গ্রাহকদের আকৃষ্ট করেছে। শহরের রাস্তায় চলার উপযোগী এই স্কুটারটিতে রয়েছে বড় আকারের এলইডি হেডলাইট, প্রশস্ত উইন্ডস্ক্রিন এবং প্রিমিয়াম কার্ভি বডি প্যানেল, যা একে সাধারণ স্কুটারের চেয়ে আলাদা করেছে।

23_TVS_Orbiter_Martian_Copper_bf6a042c36

পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ

টিভিএস অরবিটারের সবচেয়ে বড় শক্তির জায়গা এর মাইলেজ। কোম্পানির দাবি, একবার ফুল চার্জ দিলে স্কুটারটি টানা ১৫৮ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। এতে ব্যবহার করা হয়েছে ৩.১ কিলোওয়াট আওয়ার (kWh) ক্ষমতার শক্তিশালী ব্যাটারি। উল্লেখ্য, টিভিএস-এর জনপ্রিয় আইকিউব (iQube) মডেলে একাধিক ব্যাটারি অপশন থাকলেও অরবিটার আপাতত একটি ভ্যারিয়েন্টেই বাজারে এসেছে। তবে এর চার্জিং সময় সম্পর্কে কোম্পানি এখনও বিস্তারিত কিছু জানায়নি।


বিজ্ঞাপন


অত্যাধুনিক সব ফিচার

বাজেট ফ্রেন্ডলি হলেও ফিচারে কোনো আপস করেনি টিভিএস। 'অরবিটার' মডেলে পাওয়া যাবে-

ক্রুজ কন্ট্রোল ও হিল হোল্ড ফাংশন: যা উঁচুতে বা দীর্ঘ পথে রাইডিং সহজ করবে।

রিভার্স পার্কিং সুবিধা: সংকীর্ণ জায়গায় পার্কিংয়ের ঝামেলা কমাবে।

l67620250828143757

স্মার্ট কানেক্টিভিটি: এতে রয়েছে ওটিএ (OTA) আপডেট এবং স্মার্টফোন অ্যাপ সাপোর্ট।

অন্যান্য: ইউএসবি চার্জিং পোর্ট এবং একটি ফিউচারিস্টিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

আরও পড়ুন: মাইলেজে সেরা এই ৫ স্পোর্টস বাইক

কালার অপশন ও বুকিং

টিভিএস অরবিটার মোট ছয়টি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাবে। রঙগুলো হলো— নিয়ন সানবার্স্ট, স্ট্রাটোস ব্লু, লুনার গ্রে, স্টেলার সিলভার, কসমিক টাইটানিয়াম এবং মার্টিয়ান কপার। গ্রাহকরা চাইলে অনলাইনের মাধ্যমেই এটি বুকিং করতে পারছেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর