বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে স্পোর্টস বাইকের জনপ্রিয়তা তুঙ্গে। ভারতের বাজারে ১ লাখ থেকে শুরু করে ২০ লাখ রুপির মধ্যে শক্তিশালী ইঞ্জিনের বিভিন্ন মডেল পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় লুক আর গতির পাশাপাশি ব্যবহারকারীরা এখন জ্বালানি সাশ্রয় বা মাইলেজের দিকেও বিশেষ নজর দিচ্ছেন। আজকের প্রতিবেদনে মাইলেজ এবং পারফরম্যান্সে সেরা ৫টি স্পোর্টস বাইক সম্পর্কে জানব।
১. টিভিএস রাইডার (TVS Raider)
বিজ্ঞাপন
আড়ম্বরপূর্ণ ডিজাইনের এই বাইকটি বর্তমানে সাশ্রয়ী স্পোর্টস বাইক হিসেবে বেশ জনপ্রিয়। এতে সিঙ্গেল এবং স্প্লিট—উভয় ধরনের সিটের বিকল্প রয়েছে। চারটি ভিন্ন রঙে পাওয়া যাওয়া এই বাইকটির এক্স-শোরুম মূল্য ৯৫,২১৯ রুপি থেকে শুরু। এর জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনটি দৈনন্দিন ব্যবহারের জন্য দারুণ।

২. হিরো এক্সট্রিম ১২৫আর (Hero Xtreme 125R)
কম বাজেটের মধ্যে প্রিমিয়াম লুক দিতে হিরোর এই বাইকটি অপ্রতিদ্বন্দ্বী। এতে রয়েছে ১২৫ সিসি (ঘন সেন্টিমিটার) ইঞ্জিন, যা ৮,২৫০ আরপিএম-এ ১১.৪ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম-এ ১০.৫ এনএম টর্ক উৎপন্ন করে। স্পোর্টি লুকের এই বাইকটির এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৯৫,০০০ রুপি থেকে।
বিজ্ঞাপন
৩. বাজাজ পালসার এনএস২০০ (Bajaj Pulsar NS200)
তরুণদের দীর্ঘদিনের পছন্দের তালিকায় থাকা এই বাইকটিতে রয়েছে লিকুইড-কুলড, ট্রিপল স্পার্ক, ৪-ভালভ ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। ইঞ্জিনটি ৯৭৫০ আরপিএম-এ ১৮ কিলোওয়াট শক্তি দিতে সক্ষম। নিরাপত্তার জন্য এতে ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) ব্যবহার করা হয়েছে। এর এক্স-শোরুম দাম ১,৫৪,৫২২ রুপি থেকে শুরু।

৪. ইয়ামাহা আর১৫এস (Yamaha R15S)
পারফরম্যান্সের রাজা হিসেবে পরিচিত ইয়ামাহার এই বাইকে রয়েছে লিকুইড-কুলড ওভারহেড ক্যামশ্যাফ্ট ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। এটি ১০,০০০ আরপিএম-এ ১৩.৫ কিলোওয়াট শক্তি এবং ৭,৫০০ আরপিএম-এ ১৪.২ এনএম টর্ক উৎপন্ন করে। নেগেটিভ এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সম্বলিত এই সিঙ্গেল সিট বাইকটির এক্স-শোরুম মূল্য ১,৬৬,৩৫৩ রুপি থেকে শুরু।
আরও পড়ুন: ১ টাকায় ১ কিলোমিটার চলে বাজাজের এই মোটরসাইকেল
৫. টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ (TVS Apache RTR 160)
স্মার্ট ফিচারের দিক দিয়ে এই বাইকটি অনেকটা এগিয়ে। এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ডিসপ্লেতে কল-এসএমএস অ্যালার্টের মতো সুবিধা রয়েছে। দারুণ মাইলেজ ও কন্ট্রোলিংয়ের জন্য পরিচিত এই বাইকটির গড় এক্স-শোরুম দাম ১,২০,৯৮২ রুপি। এটি 'লীন অ্যাঙ্গেল' মোডেও রাইড করা যায়।
এজেড

