জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির এই সময়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। যাতায়াত খরচ কমাতে মানুষ এখন ঝুঁকছে সাশ্রয়ী বাহনের দিকে। গ্রাহকদের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে বাজাজ বাজারে এনেছে বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল 'বাজাজ ফ্রিডম ১২৫'। কোম্পানিটির দাবি, এই বাইকটি প্রতি কিলোমিটার চলতে খরচ করবে মাত্র ১ টাকা।
সাশ্রয়ী যাতায়াতে সিএনজি প্রযুক্তি
বিজ্ঞাপন
দীর্ঘ সফরের ক্ষেত্রে সিএনজিচালিত গাড়ি বরাবরই সাশ্রয়ী। বাজাজ সেই একই সুবিধা নিয়ে এসেছে বাইকের ক্ষেত্রে। ফ্রিডম ১২৫ মডেলের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর হ্যান্ডেলে থাকা একটি সুইচ। যার মাধ্যমে চালক প্রয়োজন অনুযায়ী পেট্রোল থেকে সিএনজি বা সিএনজি থেকে পেট্রোল মোডে মুহূর্তেই পরিবর্তন করতে পারবেন। ফলে পথে ফুয়েল শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থাকছে না।

মাইলেজ ও সক্ষমতা
বাইকটিতে ২ কেজির একটি সিএনজি সিলিন্ডার রয়েছে। একবার পূর্ণ সিলিন্ডারে এটি প্রায় ২১৩ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। প্রতিদিনের অফিস যাত্রী বা যারা ডেলিভারি পেশার সাথে যুক্ত, তাদের জন্য এই মাইলেজ অত্যন্ত উপযোগী। ১২৫ সিসির এই ইঞ্জিনে রয়েছে ৯.৪ বিএইচপি শক্তি এবং ৯.৭ এনএম টর্ক, যা শহরের জ্যাম এবং সাধারণ চড়াই-উতরাই রাস্তায় চলার জন্য যথেষ্ট কার্যকর।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মোটরসাইকেল চালানোর ‘গোল্ডেন রুলস’: ব্রেকিং ও গিয়ার শিফটিংয়ের সঠিক নিয়ম
ভেরিয়েন্ট ও দাম
ভারতের বাজারভেদে বাজাজ ফ্রিডম ১২৫-এর তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে:
বেস মডেল: অন-রোড প্রাইস ১ লাক ৯ হাজার রুপির আশেপাশে।
মিড মডেল: ১ লাখ ১৫ হাজার রুপির আশেপাশে।
টপ মডেল: ১ লাখ ২৭ হাজার রুপির আশেপাশে।

সাশ্রয়ী যাতায়াত এবং আধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি এই বাইকটি ইতোমধ্যে মধ্যবিত্ত ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে ডেলিভারি পার্টনার এবং অফিসযাত্রীদের জন্য এটি একটি গেম-চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে।
এজেড

