বর্তমানে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং পরিবেশবান্ধব যানের চাহিদার কথা মাথায় রেখে বাজেটের মধ্যে সেরা গাড়িটি খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য এমন একটি গাড়ি প্রয়োজন যা একইসাথে সাশ্রয়ী, শক্তিশালী এবং নিরাপদ। ২০২৬ সালের এই নতুন বছরে আপনি যদি নিজের জন্য একটি চার চাকা কেনার পরিকল্পনা করেন, তবে নিচের তিনটি বিকল্প আপনার তালিকার শীর্ষে থাকতে পারে।
বিজ্ঞাপন
১. মারুতি সুজুকি ব্যালেনো: আভিজাত্য ও মাইলেজের সমন্বয়
পেট্রোল ভেরিয়েন্টে যারা নির্ভরযোগ্য গাড়ি খুঁজছেন, তাদের জন্য মারুতি সুজুকি ব্যালেনো একটি দুর্দান্ত পছন্দ। বিশেষ করে যারা শহরের ব্যস্ত রাস্তায় আরামদায়ক যাতায়াত চান, তাদের জন্য এটি সেরা। ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন সমৃদ্ধ এই গাড়িটি প্রতি লিটারে প্রায় ২২ কিলোমিটার মাইলেজ দেয়। এর বড় কেবিন এবং প্রশস্ত বুট স্পেস পরিবারকে দেয় বাড়তি আরাম। নিরাপত্তার জন্য এতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ ও এবিএস। টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও রিয়ার এসি ভেন্টের মতো আধুনিক সুবিধা পাওয়া যাবে মাত্র ৬.৭৫ লাখ রুপি (এক্স-শোরুম) থেকে।

২. টাটা টিয়াগো সিএনজি: জ্বালানি সাশ্রয়ে অপ্রতিদ্বন্দ্বী
বিজ্ঞাপন
যারা বৈদ্যুতিক গাড়িতে এখনই যেতে চাচ্ছেন না কিন্তু জ্বালানি খরচ কমাতে মরিয়া, তাদের জন্য টাটা টিয়াগো সিএনজি আদর্শ। এর ১.২ লিটার পেট্রোল+সিএনজি ইঞ্জিন প্রতি কেজিতে প্রায় ২৮ থেকে ৩০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। পকেট-বান্ধব এই গাড়িটির প্রারম্ভিক মূল্য মাত্র ৬.৬০ লাখ রুপি (এক্স-শোরুম)। কম বাজেটে যারা সর্বোচ্চ মাইলেজ এবং মজবুত বিল্ড কোয়ালিটি চান, তাদের জন্য এটি চমৎকার একটি বিকল্প।
আরও পড়ুন: মাহিন্দ্রার চমক XUV 7XO: ৫৪০ ডিগ্রি ক্যামেরা ও ১৭টি অ্যাডভান্সড ফিচার

৩. এমজি কমেট ইভি: শহরের পথে স্মার্ট ইলেকট্রিক রাইড
শহরের ছোট গলি বা জ্যামের রাস্তায় সহজ ড্রাইভিংয়ের জন্য এমজি কমেট ইভি একটি শক্তিশালী নাম। এই কমপ্যাক্ট ইলেকট্রিক গাড়িটি চারজনের বসার জন্য যথেষ্ট জায়গা দেয়। একবার ফুল চার্জ দিলে এটি প্রায় ২৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এর হোম চার্জিং সুবিধা ব্যবহারকারীকে বাড়তি ঝামেলা থেকে মুক্তি দেয়। স্মার্ট ফিচার হিসেবে এতে রয়েছে বড় টাচস্ক্রিন ও ডিজিটাল স্পিডোমিটার। সরকারি ভর্তুকি বা সাবসিডির পর এর দাম শুরু হয় ৬.৯৯ লাখ রুপি (এক্স-শোরুম) থেকে।
এজেড

