রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাত্র ৩০ হাজার টাকা ডাউনপেমেন্টে কিস্তিতে পাওয়া যাচ্ছে হিরো মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

শেয়ার করুন:

মাত্র ৩০ হাজার টাকা ডাউনপেমেন্টে কিস্তিতে পাওয়া যাচ্ছে হিরো মোটরসাইকেল
মাত্র ৩০ হাজার টাকা ডাউনপেমেন্টে কিস্তিতে পাওয়া যাচ্ছে হিরো মোটরসাইকেল

বাইক প্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে এলো জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হিরো। এখন থেকে পছন্দের হিরো বাইক কেনা যাবে আরও সহজে। গ্রাহকদের স্বপ্ন পূরণ করতে মাত্র ৩০ হাজার টাকা ডাউনপেমেন্টে এবং সহজ কিস্তিতে বাইক কেনার বিশেষ সুযোগ দিচ্ছে ব্র্যান্ডটি।


বিজ্ঞাপন


বাংলাদেশে হিরোর অফিসিয়াল পরিবেশক নিলয় মোটরস লিমিটেড সম্প্রতি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই আকর্ষণীয় অফারটি ঘোষণা করেছে। মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এই সাশ্রয়ী স্কিম চালু করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: শীতকাল না কি গরমকালে মোটরসাইকেলে বেশি মাইলেজ পাওয়া যায়?

অফারের বিশেষ সুবিধাসমূহ:

নিলয় মোটরসের ঘোষণা অনুযায়ী, গ্রাহকরা তাদের পছন্দের হিরো মোটরসাইকেল কিনতে পারবেন নিম্নলিখিত সুবিধায়:


বিজ্ঞাপন


সহজ কিস্তি: সর্বোচ্চ ২৪ মাসের সহজ ইএমআই (EMI) বা কিস্তি সুবিধা।

ন্যূনতম ডাউনপেমেন্ট: মাত্র ৩০,০০০ টাকা প্রাথমিক জমা দিয়েই বাইকটি বাড়ি নিয়ে যাওয়া সম্ভব।

সার্ভিস চার্জ: মাসিক মাত্র ১.৫% সার্ভিস চার্জে এই কিস্তি সুবিধা উপভোগ করা যাবে।

611612555_1286228073540437_8454429081009012235_n

কেন এই অফার?

বর্তমান বাজারে বাইকের চাহিদা বাড়লেও এককালীন অনেক টাকা খরচ করা সবার জন্য সম্ভব হয় না। হিরোর এই কিস্তি সুবিধাটি এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষসবাই নিজের বাজেটের মধ্যে স্বপ্নের দুই চাকা সংগ্রহ করতে পারেন।

নিলয় মোটরস লিমিটেড জানায়, দেশজুড়ে হিরোর অনুমোদিত শোরুমগুলোতে এই অফারটি কার্যকর রয়েছে। পছন্দের মডেল অনুযায়ী কিস্তির পরিমাণ এবং আনুষঙ্গিক শর্তাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য নিকটস্থ শোরুম থেকে সরাসরি জেনে নেওয়া যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর