বাংলাদেশে মোটরসাইকেলের ইঞ্জিনের ক্ষমতার (সিসি) সীমা বাড়ানোর পর থেকেই প্রতিটি ব্র্যান্ড তাদের উচ্চ ক্ষমতার বাইকগুলো বাজারে আনতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) তাদের লাইন-আপে এনেছে বড় পরিবর্তন। বাজারে নতুন উন্মোচিত 'হোন্ডা হর্নেট ২.০' (Honda Hornet 2.0) এবং গত বছরের বহুল আলোচিত মডেল 'হোন্ডা এনএক্স ২০০' (Honda NX200) নিয়ে বাইকারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
গ্রাহকদের সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিতে এই শীতকালীন মৌসুমে 'হোন্ডা হর্নেট ২.০' মডেলে মেগা ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: মাত্র ৩০ হাজার টাকা ডাউনপেমেন্টে কিস্তিতে পাওয়া যাচ্ছে হিরো মোটরসাইকেল
হোন্ডা বাইকে ১০ হাজার টাকার মেগা ক্যাশব্যাক
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বর্তমানে নেকেড স্পোর্টস সেগমেন্টে তাদের জনপ্রিয় মডেল হর্নেট ২.০-তে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে। দ্রুত পরিবর্তনশীল বাজারের সাথে তাল মেলাতে এবং গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম বাইকের অভিজ্ঞতা দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
হর্নেট ২.০-এর কারিগরি বৈশিষ্ট্য
আধুনিক প্রযুক্তি ও ফিচারে সমৃদ্ধ এই বাইকটিতে রয়েছে:
ইঞ্জিন: ১৮৪.৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, পিজিএম-এফআই (PGM-FI) ইঞ্জিন।
ক্ষমতা: ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ১৬.৩৭ বিএইচপি শক্তি এবং ১৫.৫ এনএম টর্ক উৎপন্ন হয়।

আধুনিক ফিচার: বাইকটিতে ব্যবহার করা হয়েছে আপ-সাইড ডাউন (USD) সাসপেনশন, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, মনোশক সাসপেনশন এবং সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার।
অফারের সময়সীমা
হোন্ডা কর্তৃপক্ষ জানিয়েছে, এই মেগা ক্যাশব্যাক অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। শোরুমে বাইকের স্টক থাকা পর্যন্ত গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। তাই যাদের পছন্দের তালিকায় এই শক্তিশালী বাইকটি রয়েছে, তারা নিকটস্থ হোন্ডার অনুমোদিত ডিলার শোরুম থেকে এটি সংগ্রহ করতে পারেন।
উল্লেখ্য, হোন্ডার অ্যাডভেঞ্চার ট্যুরার মডেল 'এনএক্স ২০০'ও বর্তমানে বাজারে আকর্ষণীয় মূল্যে পাওয়া যাচ্ছে, যা ফিচার এবং প্রযুক্তির দিক থেকে বেশ এগিয়ে রয়েছে।
এজেড

