নতুন বছর ২০২৬-এর শুরুতেই মোটরসাইকেল বাজারে বইছে পরিবর্তনের হাওয়া। আপনি যদি এই বছর নতুন কোনো দ্বিচক্রযান কেনার কথা ভেবে থাকেন, তবে এখনই সিদ্ধান্ত না নিয়ে আরও কয়েকটা দিন অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। কারণ, রয়্যাল এনফিল্ড থেকে বাজাজ, শীর্ষস্থানীয় সব কোম্পানি তাদের জনপ্রিয় মডেলগুলোর নতুন সংস্করণ এবং সম্পূর্ণ নতুন প্রযুক্তির বাইক বাজারে আনার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। বাইক প্রেমীদের মধ্যে যে ৫টি মডেল নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যাচ্ছে, সেগুলোর বিস্তারিত নিচে তুলে ধরা হলো-
বিজ্ঞাপন

১. রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ (Royal Enfield Bullet 650)
রয়্যাল এনফিল্ডের আইকনিক 'বুলেট ৩৫০'-এর আরও শক্তিশালী রূপ হিসেবে আসছে এই ৬৫০ সিসি মডেলটি। এতে ব্যবহার করা হয়েছে ৬৪৯ সিসি-র প্যারালাল-টুইন ইঞ্জিন, যা থেকে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক পাওয়া যাবে। বাইকটিতে রেট্রো আভিজাত্য বজায় থাকলেও ইঞ্জিন হবে আধুনিক ও শক্তিশালী। ২০২৬ সালের জানুয়ারিতে এটি বাজারে আসতে পারে এবং এর এক্স-শোরুম দাম হতে পারে প্রায় ৩.৫০ লাখ রুপির আশেপাশে।

বিজ্ঞাপন
২. রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০ (Royal Enfield Himalayan 750)
অ্যাডভেঞ্চার রাইডারদের জন্য সুখবর নিয়ে আসছে রয়্যাল এনফিল্ডের নতুন ৭৫০ সিসি প্ল্যাটফর্ম। এটি হবে বর্তমান ৬৫০ সিসি ইউনিটেরই একটি বড় ও শক্তিশালী সংস্করণ। এর ইঞ্জিন থেকে ৫৫ বিএইচপি শক্তি এবং ৬৫ এনএম টর্ক পাওয়া যাবে। দীর্ঘ পথ ভ্রমণ বা পাহাড়ি রাস্তার জন্য আদর্শ এই বাইকটি ২০২৬ সালের 'মোটোভর্স' (Motoverse) ইভেন্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে পারে।

৩. নতুন বাজাজ পালসার ১২৫ (New Bajaj Pulsar 125)
সাশ্রয়ী ও জ্বালানি দক্ষ বাইকের বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে 'পালসার ১২৫'-এর নতুন সংস্করণ আনতে যাচ্ছে বাজাজ অটো। ১২৫ সিসি ক্লাসের এই বাইকটি আগের চেয়ে অনেক বেশি স্পোর্টি এবং আধুনিক ফিচারে ঠাসা হবে। ধারণা করা হচ্ছে, এতে ডিজিটাল টিএফটি কনসোল এবং স্মার্টফোন কানেক্টিভিটির মতো আধুনিক প্রযুক্তি যুক্ত থাকবে। যারা প্রতিদিনের যাতায়াতের জন্য স্টাইলিশ অথচ সাশ্রয়ী বাইক খুঁজছেন, তাদের জন্য এটি হবে সেরা পছন্দ।
আরও পড়ুন: মোটরসাইকেলের তেলের ট্যাংক কি একদম পূর্ণ করা উচিত?

৪. বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস (BMW F450 GS)
২০২৬ সালের শুরুতেই ভারতের বাজারে আসতে পারে বিএমডব্লিউ-র সবচেয়ে সস্তা অ্যাডভেঞ্চার বাইক। এতে রয়েছে একেবারে নতুন ৪২০ সিসি লিকুইড-কুলড প্যারালাল টুইন ইঞ্জিন। এটি থেকে ৪৮ বিএইচপি শক্তি এবং ৪৩ এনএম টর্ক পাওয়া যাবে। উচ্চবিত্ত ক্রেতাদের বাইরেও বড় একটি অংশের কাছে বিএমডব্লিউ ব্র্যান্ডকে পৌঁছে দিতে এই মডেলটি বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

৫. কেটিএম আরসি ১৬০ (KTM RC 160)
এন্ট্রি-লেভেল স্পোর্টস বাইকের বাজারে ইয়ামাহা আর১৫-এর রাজত্ব চ্যালেঞ্জ করতে তৈরি হচ্ছে কেটিএম আরসি ১৬০। এটি মূলত কেটিএম ১৬০ ডিউক প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হবে। শক্তিশালী ইঞ্জিন এবং আকর্ষণীয় অ্যারোডাইনামিক ডিজাইনের এই বাইকটি খুব শিগগিরই লঞ্চ হতে পারে। এর সম্ভাব্য এক্স-শোরুম দাম হতে পারে ১.৮৫ থেকে ১.৯০ লাখ রুপির মধ্যে।
এজেড

