মোটরসাইকেল প্রেমীদের কাছে 'রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০' এক চিরচেনা আভিজাত্যের নাম। বছরের পর বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই বাইকটির ফিচার এবং পারফরম্যান্স প্রতিনিয়ত আপডেট করছে কোম্পানি। বর্তমানে আড়াই লাখ টাকার কাছাকাছি দাম হলেও এর চাহিদায় কোনো ভাটা পড়েনি। তবে কেনার আগে অনেকেরই সাধারণ একটি জিজ্ঞাসা থাকে—এক লিটার পেট্রোলে ঠিক কত পথ পাড়ি দিতে পারে এই শক্তিশালী বাইকটি?
ইঞ্জিন ও ক্ষমতা
বিজ্ঞাপন
বুলেট ৩৫০-তে ব্যবহার করা হয়েছে ৩৪৯ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক এয়ার ওয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৬,১০০ আরপিএম-এ (rpm) প্রায় ১৪.৮৭ কিলোওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম। ৫-স্পিড গিয়ার বক্সের এই বাইকে রয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন (EFI) প্রযুক্তি, যা বাইকের জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।
মাইলেজ কত?
রয়্যাল এনফিল্ডের ৩৪৯ সিসি ইঞ্জিন সমৃদ্ধ এই মডেলটি প্রতি লিটার পেট্রোলে গড়ে ৩৫ থেকে ৩৭ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। শহর এবং হাইওয়ে—উভয় জায়গাতেই এর পারফরম্যান্স সন্তোষজনক। তবে রাইডিং স্টাইল এবং রাস্তার অবস্থার ওপর ভিত্তি করে এই মাইলেজ কিছুটা কম-বেশি হতে পারে।

বিজ্ঞাপন
অন্যান্য ফিচার
শুধু গতি বা মাইলেজ নয়, বুলেটের গঠনশৈলীও একে অনন্য করে তুলেছে। এতে রয়েছে:
গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ১৭০ মিমি (যা উঁচু-নিচু রাস্তায় চলাচলের জন্য উপযোগী)।
হুইলবেস: ১৩৯০ মিমি (যা রাইডিংয়ে ভারসাম্য বজায় রাখে)।
আরামদায়ক রাইড: মিটিওর ৩৫০-এর মতো একই ইঞ্জিন হওয়ায় দীর্ঘ দূরত্বে এটি অত্যন্ত মসৃণ ও আরামদায়ক অভিজ্ঞতা দেয়।
দাম ও প্রাপ্যতা
ফিচার আপডেটের কারণে রয়্যাল এনফিল্ডের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। ভারতে বুলেট ৩৫০-এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১ লাখ ৬২ হাজার ১৬১ টাকা থেকে। তবে আনুষঙ্গিক কর ও অন্যান্য চার্জ মিলিয়ে এটি বাইকপ্রেমীদের নাগালের মধ্যেই রাখার চেষ্টা করেছে কোম্পানি।
আরও পড়ুন: শীতকালে মোটরসাইকেল কতদিন পর পর ধোয়া উচিত? জানুন সঠিক নিয়ম
যারা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য একটি শক্তিশালী ও আভিজাত্যপূর্ণ বাইক খুঁজছেন, তাদের জন্য রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ আজও সেরা পছন্দগুলোর একটি।
এজেড

