শীতে মোটরসাইকেলের ইঞ্জিন বেশি বিগড়ায়। সকালে স্টার্ট নিতে সমস্যা হয়। কমে যায় টায়ারের বাতাসের চাপ। ধুলোমলিন হয় সাধের বাইক। তাই এসময়ে চাই বাড়তি যত্ন। জেনে নিন শীতকাল বাইকের ইঞ্জিন সচল রাখতে কীভাবে যত্ন নেবেন।
শীতে ভ্রমণ পরিকল্পনা
বিজ্ঞাপন
শীতকালে মোটরসাইকেল নিয়ে বেশি ভ্রমণে যাওয়া যায়। ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই বাইক সার্ভিস করাতে হবে। সঙ্গে নিতে হবে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামাদি। পরতে হবে ঠাণ্ডারোধী পোশাক। এছাড়াও বুট, গ্লাভস, সেফটি গার্ড সঙ্গে নিতে হবে। দীর্ঘভ্রমণ গেলে ক্যানে অতিরিক্ত জ্বালানি বহন করা উচিত। একইসঙ্গে কয়েক বোতল ইঞ্জিন ওয়েলও নিতে হবে।
এয়ার ফিল্টার পরিষ্কার রাখুন
শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। ফলে বাতাসে ওড়ে ধুলা। এই ধুলা বাইকের জন্য ক্ষতিকর। ধুলা এয়ার ফিল্টার ভেদকরে তেলের সঙ্গে ইঞ্জিনেও প্রবেশ করে। তাই নিয়মিত এয়ার পরষ্কার এবং পরিবর্তন করা উচিত।
ঢেকে রাখুন বাইক
বিজ্ঞাপন
ধুলোবালি থেকে মোটরবাইক সুরক্ষিত রাখতে দিন শেষে ডাস্ট কভার দিয়ে ঢেকে রাখুন। তবে দীর্ঘ ভ্রমণ শেষ গ্যারেজে এসেই বাইক ঢাকবেন না। ইঞ্জিন ঠাণ্ডা হতে সময় দিন। ইঞ্জিন ঠাণ্ডা হলে ঢেকে রাখুন।
ধুয়ে মুছে পরিষ্কার রাখুন
শীতকালে বাইকের রঙ অল্পদিনেই মলিন হয়ে যায়। তাই নিয়মিত পানি দিয়ে ধুয়ে নিন। ধোয়ার সুযোগ কম থাকলে ছেড়ে মুখে রাখুন। পরিষ্কার করার পর চকচকে ভাব আনতে পলিশ ব্যবহার করুন।
ব্যাটারির যত্ন নিন
এখনকার অনেক মডেলের বাইকে কিকার নেই। যেসব বাইকে কিকার নেই তাদের বাড়তি চিন্তা। কেননা, শীতকালে দীর্ঘক্ষণ বাইক না চালালে স্টার্ট নিতে সমস্যা হয়। যাদের বাইকে কিকার আছে তারা সকালে কিকার দিয়ে বাইক স্টার্ট দিন। যাদের বাইকে এই বাড়তি সুবিধা নেই তারা ব্যাটারির যত্ন নিন। লিড অ্যাসিড ব্যাটারি হলে ওয়াটার লেভেল পরীক্ষা করুন। কমে গেলে টপ আপ করুন। চার্জ কমে গেলে চার্জ দিন। অনেক সময় ব্যাটারির অ্যাসিড ব্যাটারি কানেক্টরে জমা হয়। ফলে ব্যাটারি থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ পায় না বাইকের ইঞ্জিন। এই সমস্যা এড়াতে নিয়মিত ব্যাটারির কানেক্টর পরষ্কার রাখুন।
ইঞ্জিন ওয়েল পরিবর্তন
মোটরসাইকেল নির্মাতাদের দেয়া মেন্যুয়াল অনুযায়ী সঠিক গ্রেডের ইঞ্জিন ওয়েল ব্যবহার করুন। নির্দিষ্ট পথ পাড়ি দেয়ার পর বদলে ফেলুন ইঞ্জিন ওয়েল। সব সময় একই গ্রেড ও ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েল ব্যবহার করা ভালো। ভ্রমণের সময় ইঞ্জিন ওয়েলের লেভেল কমে যেতে পারে। সেক্ষেত্রে একই গ্রেড ও ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েল টপআপ করুন।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে আসাদুজ্জামান
এজেড