হাড়কাঁপানো শীতে সকালেই বাইক নিয়ে বের হতে গিয়ে অনেকেই বিপাকে পড়েন। দীর্ঘক্ষণ কিক দিয়ে বা সেলফ স্টার্ট চেপেও যখন ইঞ্জিন চালু হয় না, তখন মেজাজটাই বিগড়ে যায়। মূলত ঘন কুয়াশা এবং অতিরিক্ত ঠাণ্ডার প্রভাবে বাইকের ইঞ্জিনে কিছু প্রাকৃতিক পরিবর্তন ঘটে, যার ফলে স্টার্ট নিতে দেরি হয়। তবে কয়েকটি কৌশল জানা থাকলে শীতের সকালেও আপনার বাইক স্টার্ট নেবে নিমিষেই।
শীতকালে স্টার্ট না নেওয়ার কারণসমূহ
বিজ্ঞাপন
১. ইঞ্জিন অয়েল জমে যাওয়া: প্রচণ্ড ঠাণ্ডায় ইঞ্জিনের ভেতরের লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েল ঘন হয়ে যায়। ফলে ইঞ্জিনের পার্টসগুলো ঘোরার জন্য পর্যাপ্ত সাবলীলতা পায় না।
২. ব্যাটারির সক্ষমতা হ্রাস: শীতে রাসায়নিক বিক্রিয়া ধীর হয়ে যাওয়ায় ব্যাটারির চার্জ দেওয়ার ক্ষমতা কমে যায়। ফলে সেলফ স্টার্ট ঠিকমতো কাজ করে না।
৩. ফুয়েল বাষ্পায়নে বাধা: ঠাণ্ডা আবহাওয়ায় জ্বালানি তেল (পেট্রোল বা অকটেন) সহজে বাষ্পীভূত হতে চায় না। ইঞ্জিন চালু হওয়ার জন্য জ্বালানির সঠিক বাষ্পায়ন জরুরি।

বিজ্ঞাপন
দ্রুত স্টার্ট দেওয়ার কার্যকর উপায়
১. চোখ (Choke) ব্যবহার করুন: এটি শীতকালীন সমস্যার সবচেয়ে সেরা সমাধান। বাইকের চোক অন করলে ইঞ্জিনে বাতাসের পরিমাণ কমে গিয়ে বেশি জ্বালানি প্রবেশ করে, যা দ্রুত ইঞ্জিন চালু হতে সাহায্য করে। স্টার্ট হওয়ার কিছুক্ষণ পর চোক বন্ধ করে দিতে ভুলবেন না।
২. সেলফ স্টার্টের বদলে কিক স্টার্ট: ব্যাটারির ওপর চাপ কমাতে সকালে প্রথমবার স্টার্ট দেওয়ার সময় কিক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। এতে ব্যাটারির স্থায়িত্বও বাড়বে।
আরও পড়ুন: হঠাৎ বাইকের মাইলেজ কমে গেছে? জ্বালানি সাশ্রয়ে মেনে চলুন ৫টি সহজ নিয়ম
৩. ইঞ্জিন কিছুক্ষণ ‘আইডল’ রাখা: স্টার্ট হওয়ার পরপরই এক্সিলারেটর চেপে দ্রুত টান দেবেন না। অন্তত ১ থেকে ২ মিনিট ইঞ্জিন চালু রেখে গরম হতে দিন (Idling), এতে ইঞ্জিন অয়েল পাতলা হয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে।
৪. ক্লাচ চেপে স্টার্ট দেওয়া: অনেক সময় গিয়ার বক্সে জমে থাকা ঘন তেলের কারণে ইঞ্জিনে লোড বেশি থাকে। তাই ক্লাচ চেপে স্টার্ট দিলে ইঞ্জিন অনেক হালকাভাবে চালু হতে পারে।

৫. স্পার্ক প্লাগ ও ব্যাটারি চেক: শীতে ভালো পারফরম্যান্স পেতে স্পার্ক প্লাগ পরিষ্কার রাখা জরুরি। এছাড়া ব্যাটারির টার্মিনালে কার্বন জমেছে কি না তা নিয়মিত পরীক্ষা করুন।
সতর্কতা
বাইক স্টার্ট না নিলে বারবার একনাগাড়ে সেলফ স্টার্ট দেবেন না। এতে ব্যাটারি পুরোপুরি বসে যেতে পারে। যদি কিক দিয়েও কাজ না হয়, তবে বাইকটি কিছুক্ষণ রোদে রাখতে পারেন অথবা মেকানিকের পরামর্শ নিন।
এজেড

