মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রতিদিন ১০-২০ কিমি যাতায়াত করেন? কত সিসির বাইক আপনার জন্য উপযুক্ত

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

প্রতিদিন ১০-২০ কিমি যাতায়াত করেন? কত সিসির বাইক আপনার জন্য উপযুক্ত
প্রতিদিন ১০-২০ কিমি যাতায়াত করেন? কত সিসির বাইক আপনার জন্য উপযুক্ত

যদি আপনি প্রতিদিন ১০ থেকে ২০ কিলোমিটার ভ্রমণ করেন, তাহলে প্রথমেই গুরুত্বপূর্ণ হলো বুঝে নেওয়া কোন ধরনের বাইক আপনার দৈনন্দিন যাত্রার জন্য উপযুক্ত। শুধুমাত্র স্টাইল বা শক্তি নয়, জ্বালানি দক্ষতা, আরাম এবং সহজ ট্র্যাফিক পরিচালনাই ছোট দৈনিক যাত্রার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়। সেই অনুযায়ী আপনার জন্য সঠিক সিসির বাইক নির্বাচন করলে বাজেটও সাশ্রয় হবে এবং দৈনন্দিন যাত্রা আরও সুবিধাজনক হবে।

১০০ সিসি থেকে ১২৫ সিসি সেগমেন্ট


বিজ্ঞাপন


যারা প্রতিদিন মাত্র ১০ কিলোমিটার ভ্রমণ করেন, তাদের জন্য ১০০ সিসি থেকে ১২৫ সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন বাইক সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর। এই ধরনের বাইকগুলো লিটারে ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। হালকা ওজন এবং সহজ নকশার কারণে ট্র্যাফিকের মধ্যে চলাচল এবং পার্কিং করা সহজ হয়। ১২৫ সিসি সেগমেন্টটি শহুরে রাস্তায় যথেষ্ট শক্তি সরবরাহ করে এবং রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলকভাবে কম।

Honda-Shine-100-4

১৫০ সিসি থেকে ২০০ সিসি সেগমেন্ট

যদি দৈনিক ১০ কিলোমিটার যাত্রার পাশাপাশি মাঝে মাঝে হাইওয়েতে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হয়, তাহলে ১৫০ সিসি থেকে ২০০ সিসি সেগমেন্টের বাইক বিবেচনা করা যেতে পারে। এই বাইকগুলো বেশি স্থিতিশীলতা, আরামদায়ক আসন এবং দ্রুত পিকআপ প্রদান করে। তবে মাইলেজ কিছুটা কম (প্রতি লিটারে ৪০-৫৫ কিমি) এবং রক্ষণাবেক্ষণের খরচ বেশি। শুধুমাত্র শহুরে দৈনন্দিন যাত্রার জন্য এটি কিছুটা অতিরিক্ত হলেও কর্মক্ষমতা এবং স্টাইল প্রাধান্য দিলে এটি একটি ভারসাম্যপূর্ণ বিকল্প।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কম সিসির বাইক নিয়ে কি পাহাড়ে যাওয়া সম্ভব?

কেন উচ্চ-সিসি বাইক (২৫০সিসি এবং তার বেশি) নেওয়া উচিত নয়

দৈনিক ১০ কিলোমিটার যাত্রার জন্য ২৫০ সিসি বা তার বেশি ক্ষমতার বাইক কেনা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। এই ধরনের বাইকগুলো মূলত হাইওয়েতে উচ্চ গতিতে দীর্ঘ দূরত্বের জন্য ডিজাইন করা। ছোট যাত্রায় ইঞ্জিন সম্পূর্ণভাবে গরম হয় না, যার ফলে ইঞ্জিনের উপর অপ্রয়োজনীয় চাপ পড়ে। এছাড়া মাইলেজ কম (৩০-৪০ কিমি/লিটার), ক্রয়মূল্য ও সার্ভিস খরচ বেশি, তাই দৈনন্দিন ছোট যাত্রার জন্য এই ধরনের বিনিয়োগ করা যুক্তিসঙ্গত নয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর