মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাওয়াসাকি নিনজা মোটরসাইকেলের দাম কমল ২৫ হাজার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম

শেয়ার করুন:

কাওয়াসাকি নিনজা মোটরসাইকেলের দাম কমল ২৫ হাজার
কাওয়াসাকি নিনজা মোটরসাইকেলের দাম কমল ২৫ হাজার।

কাওয়াসাকি ইন্ডিয়া তাদের মোটরসাইকেল রেঞ্জে ছাড়ের ঘোষণা করেছে। কাওয়াসাকি নিনজা ৩০০ মডেলে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। এই বাইকে মিলছে ২৫ হাজার রুপির নগদ ছাড়। তবে এই সুবিধা শুধুমাত্র ২০২৪ মডেলের জন্য প্রযোজ্য।

এই ছাড় এক্স-শোরুম দামের ওপর কুপনের মাধ্যমে রিডিম করা যাবে। বাইকটির এক্স-শোরুম দাম ৩.১৭ লাখ রুপি। ছাড়ের পর দাম নেমে আসছে ২.৯২ লাখ রুপিতে (এক্স-শোরুম)।


বিজ্ঞাপন


এই অফারটি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অথবা স্টক শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Kawasaki Ninja 300: এখনও জনপ্রিয়

ভারতে ১০ বছরেরও বেশি সময় ধরে কাওয়াসাকি নিনজা ৩০০ বিক্রি হচ্ছে। ডিজাইন, ফিচার ও যান্ত্রিক দিক থেকে বাইকটি প্রায় অপরিবর্তিত রয়েছে। ফলে এটি এখন কিছুটা পুরোনো মনে হতে শুরু করেছে।

তবে এই ছাড় কাওয়াসাকির জন্য ভারতীয় বাজারে বিক্রি বাড়ানোর কৌশল হতে পারে। দাম কমার ফলে নিনজা ৩০০ আবারও ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যদিও অনেকের মতে, বাইকটির একটি পূর্ণাঙ্গ আপডেট এখন সময়ের দাবি।


বিজ্ঞাপন


ইঞ্জিন ও পারফরম্যান্স

কাওয়াসাকি নিনজা ৩০০-তে ব্যবহৃত হয়েছে ২৯৬ সিসি প্যারালাল-টুইন, লিকুইড-কুলড ইঞ্জিন। এটি উৎপন্ন করে ৩৮.৮৮ বিএইচপি শক্তি এবং ২৬.১ এনএম সর্বোচ্চ টর্ক।

60796

ইঞ্জিনটির সঙ্গে রয়েছে ৬-গতির গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। টুইন-সিলিন্ডার এই ইঞ্জিনটি তার মসৃণ পারফরম্যান্স, রেভ-হ্যাপি স্বভাব, শক্তিশালী মিড-রেঞ্জ ও টপ-এন্ড পারফরম্যান্সের জন্য পরিচিত।

হার্ডওয়্যার ও প্রতিদ্বন্দ্বী

সাসপেনশনের জন্য সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে লিংকড মোনোশক। ব্রেকিং সিস্টেমে দু’চাকায় রয়েছে ডিস্ক ব্রেক, সঙ্গে ডুয়েল-চ্যানেল এবিএস।

পুরোনো ডিজাইন ও সীমিত ফিচার থাকা সত্ত্বেও কাওয়াসাকি নিনজা ৩০০ এখনও ভারতের বাজারে কেটিএম আরসি ৩৯০, ইয়ামাহা আর৩ এবং অ্যাপ্রিলিয়া আরএস ৪৫৭-এর সঙ্গে প্রতিযোগিতা করে চলেছে।

আরও পড়ুন: কম সিসির বাইক নিয়ে কি পাহাড়ে যাওয়া সম্ভব?

এই ২৫ হাজার রুপির ছাড় কাওয়াসাকি নিনজা ৩০০-কে আগের তুলনায় আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। যারা এন্ট্রি-লেভেল স্পোর্টস বাইকে টুইন-সিলিন্ডার ইঞ্জিনের মসৃণতা খুঁজছেন, তাদের জন্য এটি এখন একটি দারুণ সুযোগ।

৩১ ডিসেম্বরের আগেই নিকটস্থ শোরুমে গিয়ে বুকিং করুন, স্টক শেষ হওয়ার আগেই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর