লিটার-ক্লাস সুপারবাইক কেনার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর। কাওয়াসাকি ইন্ডিয়া তাদের ফ্ল্যাগশিপ সুপারস্পোর্ট মোটরসাইকেল কাওয়াসাকি নিনজা জেডএক্স–১০আর–এর ওপর দিচ্ছে সর্বোচ্চ ২.৫ লাখ রুপি পর্যন্ত ছাড়। কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত এই বিশেষ অফারের সঙ্গে থাকছে ইনস্ট্যান্ট অনুমোদনসহ সহজ ফাইন্যান্স সুবিধা এবং কম ডাউন পেমেন্টের সুযোগ। এই অফার কার্যকর থাকবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
Kawasaki Ninja ZX-10R: দাম কত কমল?
বিজ্ঞাপন
২০২৬ মডেলের কাওয়াসাকি নিনজা জেডএক্স–১০আর-এর নিয়মিত এক্স-শোরুম মূল্য ২০.৭৯ লাখ রুপি। তবে এই বিশেষ ছাড়ের ফলে দাম কমে দাঁড়াচ্ছে ১৮.২৯ লাখ রুপিতে। লিটার-ক্লাস সুপারবাইক সেগমেন্টে এটি এখনও অন্যতম সাশ্রয়ী এন্ট্রি পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএমডব্লিউ এস ১০০০ আরআর-এর দাম ২২.৭৬ লাখ রুপি, আর ডুকাটি পানিগালে ভি৪-এর মূল্য ৩২.০৫ লাখ রুপি। সেই তুলনায় নিনজা জেডএক্স–১০আর অনেকটাই বাজেটবান্ধব বিকল্প।
ইঞ্জিন ও পারফরম্যান্স
বিজ্ঞাপন
কাওয়াসাকি নিনজা জেডএক্স–১০আর-এর মূল শক্তি এর ৯৯৮ সিসি ইনলাইন-ফোর ইঞ্জিন। এই ইঞ্জিন ১৩,০০০ আরপিএম-এ সর্বোচ্চ ২০৫ হর্সপাওয়ার শক্তি এবং ১১,৪০০ আরপিএম-এ ১১২ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম।
আরও পড়ুন: মোটরসাইকেলের ব্রেক প্যাড কত দিন পরপর বদলানো উচিত?
ট্র্যাক ব্যবহারের জন্য প্রস্তুত এই সুপারবাইকে রয়েছে আধুনিক ইলেকট্রনিক প্যাকেজ। এর মধ্যে রয়েছে দ্বিমুখী কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কর্নারিং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম এবং একাধিক রাইডিং মোড।
কেন এই অফার গুরুত্বপূর্ণ?
লিটার-ক্লাস সুপারবাইকের স্বপ্ন দেখা বহু রাইডারের জন্য এই ছাড় সত্যিই বড় সুযোগ। ২.৫ লাখ রুপি ছাড়ের পাশাপাশি সহজ ফাইন্যান্স সুবিধা থাকায় কাওয়াসাকি নিনজা জেডএক্স–১০আর এখন আরও নাগালের মধ্যে চলে এসেছে। যারা ৩১ ডিসেম্বরের আগেই একটি ফ্ল্যাগশিপ সুপারস্পোর্ট মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত সুযোগ।
এজেড

