ভারতীয় বাজারে নতুন মিনি কুপার এস কনভার্টিবল লঞ্চ করল মিনি ইন্ডিয়া। আইকনিক কুপার হ্যাচব্যাকের এই ওপেন-টপ সংস্করণটি ৫৮.৫০ লাখ রুপি এক্স-শোরুম ইন্ট্রোডাক্টরি দামে বাজারে আনা হয়েছে। গত মাসেই গাড়িটির বুকিং শুরু হয়েছে এবং খুব শিগগিরই ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। ভারতে এটি সম্পূর্ণ সিবিইউ আমদানি হিসেবে আসছে এবং মাত্র একটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে।
ডিজাইনে পরিচিত ছোঁয়া, ওপেন-টপ আকর্ষণ
বিজ্ঞাপন
নতুন মিনি কুপার এস কনভার্টিবলের বাইরের ডিজাইন প্রায় কুপার হ্যাচব্যাকের মতোই, পার্থক্য মূলত ছাদে। এখানে ফিক্সড হার্ড টপের বদলে দেওয়া হয়েছে ফ্যাব্রিক সফট টপ, যা ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতেও চলন্ত অবস্থায় মাত্র ১৮ সেকেন্ডে খোলা বা বন্ধ করা যায়। এই সফট টপে সানরুফ মোডও রয়েছে, ফলে সামনের সিটের উপরের অংশ স্লাইড করে আংশিকভাবে খোলা যায়।
রঙ ও চাকার বিকল্প
এই কনভার্টিবল মডেলটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। এগুলো হলো ব্রিটিশ রেসিং গ্রিন, চিলি রেড, ওশান ওয়েভ গ্রিন এবং সানি সাইড ইয়েলো। পাশাপাশি ক্রেতাদের জন্য ১৮ ইঞ্চির দুটি আলাদা অ্যালয় হুইল ডিজাইনের বিকল্প রাখা হয়েছে।
ইন্টিরিয়রে আধুনিকতা ও মিনিমালিস্টিক ভাব
বিজ্ঞাপন
গাড়ির কেবিন ডিজাইন সর্বশেষ কুপার হ্যাচব্যাকের মতোই রাখা হয়েছে। ড্রাইভারের সামনে রয়েছে হেডস-আপ ডিসপ্লে এবং ড্যাশবোর্ডের মাঝখানে বিশাল ১৩.৭ ইঞ্চির সার্কুলার টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। ড্যাশবোর্ডের উপরে নিটেড প্যাটার্ন ফিনিশ দেওয়া হয়েছে এবং ফিজিক্যাল বাটনের ব্যবহার খুবই সীমিত, যা পুরো কেবিনকে আধুনিক ও পরিষ্কার লুক দেয়।

ফিচারে ভরপুর প্রিমিয়াম কনভার্টিবল
নতুন মিনি কুপার এস কনভার্টিবলে রয়েছে ওয়্যারলেস অ্যানড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, বিল্ট-ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও নেভিগেশন, পাওয়ার অ্যাডজাস্টেবল স্পোর্টস সিট ড্রাইভার মেমরি ফাংশনসহ এবং হারমান কার্ডন সাউন্ড সিস্টেম। এছাড়া রিয়ার ভিউ ক্যামেরা, ওয়্যারলেস ফোন চার্জার, ক্রুজ কন্ট্রোল, অটো ক্লাইমেট কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং লেভেল ১ এডাস ফিচারও দেওয়া হয়েছে।
শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স
পারফরম্যান্সের দিক থেকে গাড়িটিতে রয়েছে ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা ২০১ বিএইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৭ স্পিড ডুয়াল ক্লাচ গিয়ারবক্স। সংস্থার দাবি অনুযায়ী, গাড়িটি ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সময় নেয় ৭ সেকেন্ডেরও কম এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার।
আরও পড়ুন: ২০২৬ সালের জানুয়ারিতে আসছে মাহিন্দ্রার নতুন এসইউভি
প্রিমিয়াম ওপেন-এয়ার ড্রাইভিংয়ের অভিজ্ঞতা যারা খুঁজছেন, তাদের জন্য মিনি কুপার এস কনভার্টিবল একটি আদর্শ পছন্দ। ৫৮.৫০ লাখ রুপিতে আইকনিক মিনি স্টাইল, পারফরম্যান্স ও মজার ড্রাইভিং একসঙ্গে উপভোগ করার সুযোগ দিচ্ছে এই ড্রপ-টপ মডেল। বুকিং ইতিমধ্যেই চলছে এবং খুব শিগগিরই ভারতের রাস্তায় দেখা যাবে এই নতুন কনভার্টিবল।
এজেড

