অস্ট্রিয়ার বাইক ব্র্যান্ড বিক্সটন নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক আনল। যার মডেল স্টর ৫০০( Storr 500)। এটি একটি অফরোড বাইক। যা মূলত অ্যাডভেঞ্চার ও ট্যুরের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
Brixton Storr 500-এর ইঞ্জিন ও পারফরম্যান্স
বিজ্ঞাপন
Storr 500-এ রয়েছে 486 সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন, যা 47 বিএইচপি পাওয়ার ও ৪৩ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত। চ্যাসি হিসেবে টিউবুলার স্টিল ফ্রেম, সামনে আপসাইড-ডাউন ফর্ক এবং পিছনে লিঙ্কড মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। 19/17 ইঞ্চি চাকায় পিরেলি স্করপিও ব়্যালি এসটিআর নবি টায়ার লাগানো।

ফিচার্সে কোনো কমতি নেই
বাইকে আছে সুইচেবল এবিএস, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, ফুল এলইডি লাইটিং এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। এ বছরের শুরুতে অস্ট্রিয়ায় আমরা এই বাইকটি চালিয়েছি এবং ফার্স্ট রাইড রিভিউতে এর রাইডিং অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটার বিক্রি ছাড়ালো ২ লাখ ইউনিট
সম্ভাব্য দাম ও প্রতিযোগী
ভারতে Brixton Storr 500-এর দাম রাখা হতে পারে প্রায় সাড়ে পাঁচ লাখ রুপি। লঞ্চের পর এটি সরাসরি টক্কর দেবে Honda NX500-এর সঙ্গে।
এজেড

