রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক আনল অস্ট্রিয়ার এই কোম্পানি 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ এএম

শেয়ার করুন:

অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক আনল অস্ট্রিয়ার এই কোম্পানি 
অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক আনল অস্ট্রিয়ার এই কোম্পানি 

অস্ট্রিয়ার বাইক ব্র্যান্ড বিক্সটন নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক আনল। যার মডেল স্টর ৫০০( Storr 500)। এটি একটি অফরোড বাইক। যা মূলত অ্যাডভেঞ্চার ও ট্যুরের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।  

Brixton Storr 500-এর ইঞ্জিন ও পারফরম্যান্স


বিজ্ঞাপন


Storr 500-এ রয়েছে 486 সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন, যা 47 বিএইচপি পাওয়ার ও ৪৩ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত। চ্যাসি হিসেবে টিউবুলার স্টিল ফ্রেম, সামনে আপসাইড-ডাউন ফর্ক এবং পিছনে লিঙ্কড মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। 19/17 ইঞ্চি চাকায় পিরেলি স্করপিও ব়্যালি এসটিআর নবি টায়ার লাগানো।

adventure

ফিচার্সে কোনো কমতি নেই

বাইকে আছে সুইচেবল এবিএস, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, ফুল এলইডি লাইটিং এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। এ বছরের শুরুতে অস্ট্রিয়ায় আমরা এই বাইকটি চালিয়েছি এবং ফার্স্ট রাইড রিভিউতে এর রাইডিং অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটার বিক্রি ছাড়ালো ২ লাখ ইউনিট

সম্ভাব্য দাম ও প্রতিযোগী

ভারতে Brixton Storr 500-এর দাম রাখা হতে পারে প্রায় সাড়ে পাঁচ লাখ রুপি। লঞ্চের পর এটি সরাসরি টক্কর দেবে Honda NX500-এর সঙ্গে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর